নরসিংদী জেলার শিবপুর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষ্যে ভোটারদের তথ্যসংগ্রহ ও নিবন্ধন কর্মপরিকল্পনা বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭জানুয়ারি শুক্রবার সকাল থেকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন শিবপুর উপজেলা নির্বাচন অফিস। শিবপুর উপজেলা নির্বাচন অফিসার ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ রেজিষ্ট্রেশন অফিসার ফারিজা নূরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে নরসিংদী জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিন আকন্দ,
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর প্রমুখ।প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ২৪ জন সুপারভাইজার, ১২০ জন তথ্য সংগ্রহকারীকে ০৫ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন। সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগন সবাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। শিবপুর উপজেলা নির্বাচন অফিসার ও রেজিষ্ট্রেশন অফিসার ফারিজা নূর জানান,২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারী ভোটার তালিকা হালনাগাদ করণের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ৫ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী রেজিষ্ট্রেশন করা হবে।
