রংপুরে গড়ে উঠেছে পরিবেশ বান্ধব মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ” আপন শতরঞ্জি” যেখানে তৈরি হয়েছে শতাধিক লোকের কর্ম সংস্থান। একে একে প্রতিষ্ঠিত করেছেন তিনটি শতরঞ্জি কারখানা। বাংলাদেশের উত্তরাঞ্চলের বেকারত্ব দারিদ্র্যতা দূরীকরণে “আপন শতরঞ্জি” গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। কর্মীদের সুখে দুঃখে পাশে থেকে “আপন শতরঞ্জি” প্রতিবারের ন্যায় এবারও পালন করছে বার্ষিক বর্ষবরণ উদযাপন। আয়োজনে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান পুরুষ্কার বিতরণী সহ কর্মী দের মতবিনিময় আলোচনা। প্রতিটি কর্মী তাদের নিজস্ব ফিলোসোফি সম্পর্কে আলোচনা করে একে অপরের মাঝে পারস্পারিক বন্ধন গড়ে তোলেন।
যেনো আপন সুতায় গাঁথা শতরঞ্জি এক পরিবার। কর্মীরা বলেন রংপুরে আপন শতরঞ্জিতে কাজ করে আমাদের পরিবার নিয়ে আমরা স্বাবলম্বী হতে পেরেছি। কর্মীরা নিজ হাতে ঐতিহ্যবাহী জিনিসপত্র তৈরি করে পাপোশ, কটন, জুটকটন, পাটের ব্যাগ, টেবিল, রানার সেট, এন্ডিকটন সিল্ক শাড়ী, থ্রি পিছ, শীতল পাঠি, বাঁশ ও বেতের পণ্য পাটের ফুলদানি, পাটের ওয়ালেট, লেডিস ব্যাগ, নকশীকাঁথা,খাদি বেড সিটসহ ইত্যাদি পরিবেশ বান্ধব ঐতিহ্যবাহী পণ্য তৈরি করে দেশের অর্থনৈতিক খ্যাতকে সমৃদ্ধ করছে। স্থানীয় লোকেরা বলেন আপন শতরঞ্জি কারখানার তৈরি করা পণ্য সারাদেশে ও বিদেশের বাজারে বিক্রি করে আরো অধিক জনগণের কর্ম সংস্থান দেখতে চায়। কর্মীদের বিভিন্ন দক্ষতার পরিপেক্ষিতে পুরষ্কার দিয়ে দিনের কার্যকাল শেষ করেন।