লাল স্বাধীনতা
মোঃ সাফিউল ইসলাম রকি
লাল রক্তের স্রোতে ভেসে,
গাঁথা হলো এক নতুন দেশে।
শত চিৎকার, শত আর্তনাদ,
তবু বজ্রকণ্ঠে হলো স্বাধীনতার সাধ।
পুড়েছে ঘর, ছুটেছে প্রাণ,
মাতৃভূমি যেন এক বিধ্বস্ত ত্রাণ।
তবু কেউ থামেনি, কেউ হার মানেনি,
লাল সূর্যের নিচে প্রতিজ্ঞা ছাড়েনি।
লাল হলো রক্ত, লাল হলো প্রেম,
লাল স্বাধীনতায় ফুটেছে এক নতুন হেম।
এই লাল পতাকা, বিজয়ের চিহ্ন,
যা বলে, আমরা অপরাজেয়, আমরা অক্ষুণ্ণ।
স্বাধীনতার লাল, গর্বের পরিচয়,
যা বুকে নিয়ে বাঁচি, যা বলে আমায় জয়।
তোমার প্রতিটি বিন্দুতে বীরের গান,
তোমার মাঝে মিশে আছে আমার প্রাণ।