আজ (২৬ শে জানুয়ারি) রোজ রবিবার সন্ধ্যা ৭:০০ ঘটিকায় হাটহাজারী পৌরসভাধীন কনক কমিউনিটি সেন্টারে হাটহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫-২৬ ইংরেজি এর নবনির্বাচিত সভাপতি এস. এম.মঈন উদ্দিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম, নবনির্বাচিত অর্থ সম্পাদক মোঃ আলা উদ্দিন ও নবনির্বাচিত নির্বাহী সদস্য জসীম উদ্দীন বাবুল।
উক্ত দ্বি-বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মোজাম্মেল হক, ফরিদুল আলম, এ,কে. এম হারুন অর রশিদ, আব্দুল হক।
উক্ত দ্বি-বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন।
উক্ত দ্বি-বার্ষিক সাধারণ সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউ. সি .বি ব্যাংক হাটহাজারী শাখার ম্যানেজার কাজী আব্দুল মাজেদ।
উক্ত দ্বি-বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সদস্য ডাঃ আবু তৈয়ব, সরোয়ার কামাল চৌধুরী, আব্দুল গনি সওদাগর, ডাঃ আবুল খায়ের, মোঃ ইসহাক।
নবনির্বাচিত সভাপতির বক্তব্যে জনাব এস. এম. মঈন উদ্দিন বলেন, আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন এই জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অতীতে এই সংগঠনের জন্য কাজ করেছি এবং এখনো এই সংগঠনের উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
উক্ত দ্বি-বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আলী আজম বলেন, আপনারা আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার উপর আস্থা রেখেছেন এবং নির্বাচিত করেছেন। আমি যেন এই সংগঠনকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিতে পারি। আপনার আমার জন্য দোয়া করবেন।