মৌলভীবাজার শহরের আন্তর্জাতিকমানের ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মিশকাতুল কুরআন মাদরাসার ১ম বার্ষিক মাহফিল আগামী বুধবার (৫ ফেব্রয়ারী) অনুষ্ঠিত হবে।
দেশের প্রখ্যাত বুজুর্গ, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফরুক বর্ণভীর তত্ত¡বাবধান ও হাফিজ মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভীর পরিচালনায় শিক্ষা-দীক্ষা, আধ্যাত্মিকতা ও সেবা সম্বলিত ইলম-মাআরিফের অন্যতম মারকায “মিশকাতুল কুরআন মাদরাসার” প্রথম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে পাকিস্তানের মাওলানা হাবিবুল্লাহ আরমানীসহ দেশের প্রখ্যাত বুজুর্গানে দ্বীন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
আল্লামা সাইদুর রহমান বর্ণভীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসীহত ও দেশবাসীর কল্যাণে মুনাজাত পেশ করবেন আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।
নাশীদ পরিবেশন করবেন জনপ্রিয় ইসলামিক নাশীদশিল্পি আহমদ আব্দুল্লাহ নেতৃত্বে শিল্পিবৃন্দ।
মাদরাসার কল্যাণে দেশবাসীর সার্বিক সহযোগিতা ও নেক দুআ একান্ত কাম্য।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন মাদরাসা ক্যাম্পাস।