ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র, ১৪৩১, ৪ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
লোহাগাড়ায় দুর্ঘটনায় আহতদের পরিদর্শনে:উপদেষ্টা ফারুক ই আজম-মেয়র শাহাদাত
সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরাম’র ঈদ পুনর্মিলন
জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে সাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
চাঁদ দেখা গেছে, কাল ঈদ
ফটিকছড়িতে পিবিআই তদন্ত শেষে বাদির উপর বিবাদীর হামলা
 “বাংলাদেশের চিত্র” পরিবার’র দ্বিতীয় দফায় ঈদ উপহার বিতরণ
৬৫০ টাকা কেজি গরুর মাংস, ডিম ডজন ১০৮ টাকা
রাষ্ট্র সংস্কারে প্রাণ দিতে হয় দিব : প্রয়োজনে রাস্তায় নেমে আসব (এনসিপি)
সুবিধাবঞ্চিত অসহায়দের ঈদ উপহার : বাংলাদেশের চিত্র প্রত্রিকা পরিবার
জলাবদ্ধতা নিরসনে মেয়র শাহাদাতের সক্রিয় নির্দেশনা: সেবা সংস্থাগুলোর সমন্বয়ে

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল

চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভায় আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ সদস্যবৃন্দদের আয়োজনে “আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ফুটবল টুর্ণামেন্ট-২৫” ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী’র আগমনে এলাকাজুড়ে উৎসবে আমেজে পরিণত হয়। ফাইনাল খেলার বর্ণাঢ্য নানা আনুষ্ঠানিকতায় জমকালো আয়োজনে অত্যান্ত আনন্দপূর্ণ সফল সুন্দর শৃঙ্খলভাবে সু-সম্পূর্ণ হয়েছে।বিচারপতির শুভা আগমনে তার আন্তরিকতায় আয়োজক কমিটি ও এলাকাবাসীর উল্লাস উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ অন্যান্যদের উপস্থিতিতে গর্বিত আনন্দিত ও সৌভাগ্যবান কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক কমিটি।

৭ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেল সাড়ে ৫ ঘটায় হাজীরপুল, ০৮নং ওয়ার্ড, বোয়ালখালী এলাকায় অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

খেলায় অংশগ্রহণকারী ৩২টি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই-এ সব দলকে হারিয়ে দুটি দল চূড়ান্ত ফাইনাল পর্বে খেলে। খেলার ফাইনালে ৮নং ওয়ার্ডের “সেলিম ম্যানশন একাদশ টিম” কর্তৃক ৭নং ওয়ার্ডের ‘শাহ আলী রওজা একাদশ টিম” উভয়-ই কেউ-ই কাউকে হারাতে পারেনি। দীর্ঘ ৪০ মিনিটের খেলায় সমাপ্তি ঘটে। উভয় দলের চমৎকার খেলাতে পুরো খেলাজুড়েই ছিল দর্শক-শ্রোতাদের আকর্ষণ। ট্রাইবেকারে ৩-৪ গোলে সেলিম ম্যানশন একাদশ টিম বিজয়ী চ্যাম্পিয়ন হয়। বিজয়ী জয়ের উল্লাসে খেলোয়াড় সমর্থক দর্শক এবং মাঠ ময়দান জুড়ে আনন্দ উৎসব উল্লাস উচ্ছ্বাসে পরিণত হয়।

কোন পক্ষে গোল না হওয়ায় দর্শক-শ্রোতাদের বিনোদন আমেজ আনন্দের স্বার্থে এর আগে বড় বারে খেলার সুযোগ দেওয়ায় “শাহ আলী রওজা “একাদশ টিম ৩ গোল ও “সেলিম ম্যানশন ” একাদশ টিম ১ গোল দেয়। পরে ট্রাইব্যকারে খেলা সমাপ্তি হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খেলার সমাপ্তি ঘোষনা করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সম্মানিত বরেণ্য গুনীজন ক্রীড়াপ্রিয় ব্যক্তিত্ব, সিংহপুরুষ খ্যাত আইনবিদ,
দর্শক স্রোতাদের মূল আকর্ষণ বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী (সাবেক বিচারক ও সুপ্রীম কোর্ট) সদস্য-বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও বিএনপি মিডিয়া সেল।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে খেলায় দর্শক শ্রোতাদের উপস্থিতি এবং আপনাদের আয়োজন সফল সুন্দরভাবে করাতে আমি আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আরাফাত রহমান কোকো সে বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল’সহ ক্রীড়া ও ক্রিকেটের বর্তমান অর্জন এর পেছনে দেশ বিশ্বের পরিচিতি ও সফলতায় তার অবদান ছিল অন্যতম। তিনি অন্যন্যা গুনের পাশাপাশি ক্রীড়া প্রেমিক ক্রীড়া ব্যক্তিত্ব প্রিয় সফল সংগঠক ছিলেন। তিনি কিশোর তরুণ প্রজন্ম যুব সমাজকে ক্রীড়া ও খেলাধুলা মাধ্যমে আলোকিত যুব সমাজের জন্য কাজ করেছেন স্বপ্ন দেখতেন । দেশ জাতি গঠনে খেলাধুলার উন্নয়নে শক্তিশালী ভূমিকায় তার সক্রিয় ত্যাগী অবদান বিনোদন খেলাধুলা প্রিয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। সাবেক এই বিচারক আরও বলেন, জনগণের ভোটাধিকার আদায় করার পরিবেশ সৃষ্টি করার এবং ফ্যাসিবাদের উত্থান যেন আর না হয় তার বিপ্লব চলছে।

উদ্বোধন করেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ (আহ্বায়ক) মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন,সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা। যার বিশেষ তত্ত্বাবধানে অবদানে সবরকম সহায়তা সহযোগিতায় পরিশ্রম প্রচেষ্টায় অনুষ্ঠান সুন্দর সফল হয়।

সম্মানিত বিশেষ অতিথি ছিলেন,ইঞ্জিনিয়ার এস এম মোজাফফর হাসান সিদ্দিকী (তুহিন)। সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সদস্য,CUET-ছাত্রদল সাংগঠনিক সম্পাদক। সাঈদ আল-নোমান তুর্য্য ভাইস চেয়ারম্যান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। সভাপতিত্ব করেন, হাজী আবুল কালাম আবু সাবেক মেয়র- বোয়ালখালী পৌরসভা। সঞ্চালনায় ছিলেন আমির হাসান জুয়েল, টুর্নামেন্ট পরিচালক, আরাফাত রহমান কেকো স্মৃতি পরিষদ ফুটবল টুর্নামেন্ট। খেলা পরিচালনা করেন মো. তুহিন ও সহকারী রেফারি দায়িত্ব পালন করেন মো. আরফাত।

অন্যান্য বিশেষ অতিথি বৃন্দরা হলেন, আলহাজ্ব ইসহাক চৌধুরী,আহ্বায়ক বোয়ালখালী উপজেলা বিএনপি।
আলহাজ্ব নুরনবী চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক, বোয়ালখালী উপজেলা বিএনপি। শহীদুল্লাহ চৌধুরী, আহ্বায়ক বোয়ালখালী পৌরসভা বিএনপি। মোহাম্মদ মোরশেদ আলম আহব্বায়ক, বোয়ালখালী পৌরসভা সেচ্ছাসেবক দল। আশরাফ উদ্দিন, সহ-সম্পাদক মহানগর যুবদল। মোঃ সাজজাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মহানগর যুবদল। আবদু সুক্কুর রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক।মোহাম্মদ হারিস উদ্দিন, ৩নং ওয়ার্ড কৃষকদল সভাপতি। জুলফিকার ইসলাম, সাবেক – সহ সভাপতি, বোয়ালখালী থানা ছাত্রদল। জাহাঙ্গীর আলম খোকন, সাধারণ সম্পাদক ৮নং পেীর বিএনপি। কাজী কামাল, ৮ নং ওয়ার্ড পৌর বিএনপি। মেহামমদ জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক – শাকপুরা ইনি ইউনিয়ন বিএনপি প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্থানীয় আশপাশ এলাকাসহ মহানগর ও চট্টগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ। আরে ছিলেন, রাজনৈতিক সামাজিক সাংগঠনিক, সংগঠক প্রশাসনিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ। এলাকার শিশু কিশোর যুবক থেকে শুরু করে সববয়সী ক্রীড়া,বিনোদন, প্রিয় এলাকাবাসীসহ দূরান্তের অতিথিবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। টিম পরিচালনায় ছিলেন-মোহাম্মদ সাজ্জাদ, ফোরকান, মামুন, সাগর।

অন্যান্য বক্তারা বলেন, এমন সফল সুশৃংখল সুন্দর খেলাধুলার আয়োজন এবং প্রধান অতিথি বিচারপতির আগমনে আমরা ধন্য আনন্দিত এবং গর্বিত। ভবিষ্যতে এমন আয়োজনে আরো অনুপ্রাণিত এবং উৎসাহিত হবে মনেপ্রাণে বিশ্বাস ও আশা করেন। সম্মানিত বিশেষ অতিথি ও বক্তারা এমন অনুষ্ঠান আয়োজন অংশ গ্রহন করতে পেরে আয়োজক কমিটি সংশ্লিষ্ট সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

বক্তারা কোকোর স্মৃতিচারণে বক্তারা আরো বলেন,আরাফাত রহমান (১২ আগস্ট ১৯৬৯ – ২৪ জানুয়ারি ২০১৫) তিনি কোকো নামেই অধিক পরিচিত ছিলেন । তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়াও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র। তিনি ২০০২-২০০৫ সনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য। একই সময়ে বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। ক্রীড়া সংঘ ওল্ড ডিওএইচ এর চেয়ারম্যান’ সহ যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথেও । এছাড়াও তিনি শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের রূপকার ছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানায় বিসিবি ও কোয়াব। তরুণদের চেতনা ক্রীড়া সংগঠক হিসেবে তিনি স্মরণকালের স্মরণীয় হয়ে থাকবেন সফল ক্রীড়াপ্রেমিক হিসেবে। মরণেও বেঁচে থাকবেন তার কর্মগুনে শুভাকাঙ্ক্ষী আত্মীয়-স্বজন দেশবাসীর মাঝে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতা-কর্মীবৃন্দ সমর্থকদের হৃদয় জুড়ে মনে প্রাণে সকলের কাছে।

উল্লেখ্য : পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে উৎসবমুখর পরিবেশে এ সময় প্রধান অতিথি তিনি মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন এর আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে সম্মানিত পদপ্রাপ্ত ও সদস্যরা হলেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ,সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা (আহ্বায়ক), জামান উদ্দীন (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), ইসমাইল হোসেন জুয়েল (যুগ্ম আহ্বায়ক), মোঃ আলমগীর (যুগ্ম আহ্বায়ক), মোহাম্মদ মিজান (যুগ্ম আহ্বায়ক), আজাদুর রহমান লিটন (যুগ্ম-আহ্বায়ক), আমির হাসান জুয়েল (সদস্য সচিব)।

এবং সম্মানিত উপদেষ্টাগণ হলেন, হাজী আবুল কালাম আবু (প্রধান উপদেষ্টা) জুলফিকার ইসলাম, এসএম মোজ্জামেল হক, নূরুল আবছার সওদাগর, জাহাঙ্গীর আলম খোকন, মোঃ নাছের উদ্দীন রানা, কাজী কামাল উদ্দীন, আবদুল মাজেদ সওদাগর ও মোঃ নূরুল আবছার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved