ব্যাংকার মোঃ মিজানুর রহমান লিখিত ‘সন্দ্বীপ আমার ঠিকানা’ বইয়ের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান শনিবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হালিশহর নয়াবাজার তায়েফ রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে।
কেয়া হজ্ব কাফেলা হালিশহর শাখার ইনচার্জ মাওলানা দেলোয়ার হোসাইন কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহিরা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খালেদ মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সাবেক পরিচালক মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ শাহেদুর রহমান খান।
কবি এম এ হাশেম আকাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বইয়ের লেখক মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. ফয়সাল ইসলাম চৌধুরী।
অনলাইনে বক্তব্য রাখেন উক্ত বইয়ের প্রকাশক যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী আব্দুল কাদের মিয়া।
এতে আরো বক্তব্য রাখেন সরকারী সিটি কলেজ চট্টগ্রাম এর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম হুমায়ুন কবির, অ্যাডভোকেট কফিল উদ্দিন, এ কে হুমায়ুন কবির মাসুদ চৌধুরী, সাবেক সিনিয়র রিচার্স অফিসার মোঃ গোলাম কিবরিয়া প্রমূখ।