চট্টগ্রামের পটিয়া ১২ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিএমএ নেতা ড. ফরিদুল আলম। তিনি চট্টগ্রাম শেভরন মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান এবং মেট্রোপলিটন হাসপাতালের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার ১৫ ইং ফেব্রুয়ারি রাত ৯টায় পটিয়া হল টুডে ক্লাবে এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতার ঘোষণা দেওয়া হয়। এর আগে চট্টগ্রামের মোট ১৬টি আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে গুঞ্জন ছিল। তবে চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে এই আসনের প্রার্থী হিসেবে ধনাঢ্য ব্যবসায়ী ইঞ্জিনিয়ার লোকমানকে চূড়ান্ত করা হলেও, শেষ মুহূর্তে দলীয় নেতাদের পরামর্শে ড. ফরিদুল আলমকে প্রার্থী করা হয়েছে। পটিয়া উপজেলা জামায়াতের রোকনদের ভোটে ইঞ্জিনিয়ার লোকমান চূড়ান্ত প্রার্থী হয়েছিলেন। তবে সার্বিক বিবেচনায় জেলা জামায়াতের নেতাদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক এই নেতাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জামায়াতের নেতাকর্মীরা ড. ফরিদুল আলম কেই উপযুক্ত পদে নির্বাচিত করেছেন বলে জানান।