নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষা ২০২৪ইং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ (১৬ ই ফেব্রুয়ারি) রোজ রবিবার সকাল ৯:০০ ঘটিকায় হাটহাজারী পৌরসভাধীন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে ১দিন ব্যাপি মুয়াল্লিম জোড়, তথা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা এবং ২০২৪ সালের তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনায় ছিলেন, বোর্ডের সিনিয়র প্রশিক্ষক মাওলানা কামরুল ইসলাম সাহেব।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর চেয়ারম্যান, আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী সাহেব।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা মুফতী জসিমুদ্দীন সাহেব, পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা মুফতী মুহাম্মদ আলী সাহেব, সাংগঠনিক সচিব আল্লামা জমিরুদ্দীন সাহেব, যুগ্ম-মহাসচিব মাওলানা মীর মুহাম্মদ আনিস সাহেব, অর্থ সচিব হাফেজ মাওলানা ইসমাইল সাহেব, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সাহেব, সহ-অর্থ সচিব মাওলানা ওসমান ফয়েজী সাহেব, সম্মানিত শুরা ও মজলিশে আমেলার সদস্য মাওলানা মুহাম্মদ ইউনুছ সাহেব, মজলিশে আমেলা সদস্য মাওলানা ওসমান শাহনগরী সাহেব, মাওলানা আবুল হাশেম সাহেব, মাওলানা আব্দুল বারী সাহেব, মাস্টার মোঃ আনিসুল ইসলাম সাহেব, মাওলানা হেলাল উদ্দীন সাহেব, মাওলানা মোখতার হোসাইন সাহেব সহ বোর্ডের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ বিষয়ক আলোচনা পেশ করেন, বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা সলিম উল্লাহ খাঁন সাহেব, মাওলানা কামরুল ইসলাম সাহেব ও মাওলানা আরিফুল ইসলাম সাহেব।
উল্লেখ্য, ২০২৪ সালের তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ৩০৫৭ টি কেন্দ্রে, ১০১৯৭টি প্রতিষ্ঠানের, ৭,২৬,০৩৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এ বছর পাশের হার ৯৭.৮৮% এবং A+প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৫,৪৬৩ জন।
আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী তিনি তার বক্তব্যে মুয়াল্লিম হযরতদের উদ্দেশ্য করে বলেন, আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে দ্বীনি ইলম শিক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। আপনারা বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদের প্রহার করবেন না। আপনাদের যে হাদিয়া দেওয়া হয়, তা আপনারা আনন্দে গ্রহণ করবেন এবং মনে রাখবেন, আপনারা ইলমে দ্বীন শিক্ষাদানের কাজে নিয়োজিত রয়েছেন। দ্বীনি ইলম শিক্ষার কাজে নিয়োজিত থাকার কারণে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে পারছেন।
আল্লামা মুফতি জসিম উদ্দিন সাহেব উপস্থিত মুয়াল্লিম হযরতদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যে মেহনত করছেন, আপনাদের মেহনতের কারণে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা আরো বেশি মেহনত করবেন, যেন A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা আরো বেশি বৃদ্ধি পায়।
তিনি পুরস্কারের বিষয়ে উল্লেখ করে বলেন, পুরস্কার একটি বড় অর্জন, এটা কম দাম বা বেশি দামের উপর নির্ভর করে না।