নওগাঁর মান্দা উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর আলিম মাদ্রাসায় নবীন বরণ, দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিএনপির অন্যতম সদস্য ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এম এ মতীন। তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের জন্য প্রেরণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন ও আবেগময় পরিবেশ সৃষ্টি করে।