তোমার চোখে যা দেখেছি,
তুমি কখনো বলেনি তা,
এক মৃদু হাসির আড়ালে,
তোমার সব অনুভূতি সেখানেই লুকানো।একটি চাহনি, তবুও অনেক কথা,
যেখানে ভাষা হারায়,
চোখে চোখে যেন এক দুনিয়া,
যেখানে আমি আর তুমি, এক।তোমার নীরবতাও কথা বলে,
তোমার মনের ভাষা বলে যায়,
তোমার চাহনির মধ্যে অদৃশ্য,
ভালোবাসার শত অক্ষর খুঁজে পাই।এই চোখে যতটুকু ভালোবাসা,
তার কোন শব্দ নেই, কোন উজ্বলতা নেই,
তবে সে ভালোবাসায় জীবন বদলে যায়,
যতটুকু চুপ, তার চেয়ে বেশি শক্তি।তোমার চোখের ভাষা,
বিশ্বের সকল শব্দের থেকে বড়,
এটি সেই কথা, যা পৃথিবী জানে না,
কেবল তুমি, কেবল আমি বুঝি।তোমার চোখের ভাষা,
যেখানে আমার হৃদয়ের গান বাজে,
কথা না বলে, তুমি আমাকে জানিয়ে দাও,
যে ভালোবাসা কখনো শেষ হবে না।
