কেন মেঘ আসে, কেন আকাশ অন্ধকার হয়,
কেন ঘুরে ফিরে, দুঃখের ছায়া আসে মেঘের মতো?
কী আছে যে তাদের মাঝে, কী রহস্য ঢেকে রেখেছে,
মেঘের সাথেই আসে মনোহারী কষ্টের কিছু।মেঘ আসে ছায়া দেয়, তবুও নয় নির্দয়,
আবেগের কষ্ট যেমন প্রহর গুনে যায়,
অঝোর ধারায় বৃষ্টি ঝরে হৃদয়ে,
মেঘের আড়ালে কত কান্না লুকিয়ে যায়।পথে আসা মেঘ, চুপে চুপে চলে,
যেমন ঘুমন্ত ভাবনায় তুমি হঠাৎ উঠে,
আসো একটি নিঃশব্দ আগমনের মতই,
অজানা মেঘ, অজানা যন্ত্রণা নিয়ে।মেঘ আসে, আঁকা ছবি হয়ে যায়,
তবে কি জানো, তা কি স্বপ্ন না দুঃস্বপ্নের কাহিনী?
একটা নতুন সকাল অপেক্ষা করে,
যে মেঘকে হারিয়ে দিয়ে, সূর্য উঠে সোনালী রঙে।
