তাকে চেয়েছি এক বুক জুড়ে,
যতটা ভালোবাসা জুড়ে,
তার হাসির আলোয় ভরে যাক পৃথিবী,
তার ছায়ায় হারিয়ে যেতে চাই, একা একা।তার চোখে যে গভীরতা,
তার কথা শুনলে যেন হারিয়ে যাই,
প্রতিটি মুহূর্তে,
যতটুকু ভালোবাসি তাকে,
ততটাই মনে হয় কম।তাকে চেয়েছি, এক অনন্ত স্বপ্নে,
যেখানে কোনো ভাঙন নেই,
শুধু একসাথে পথ চলা,
যতটা সময় থাকবে,
তাতে সে আমার সঙ্গে থাকবে চিরকাল।এক বুক স্নেহে ভরে তার উপস্থিতি,
যেখানে আমার কোনো অবহেলা নেই,
যতটুকু দূরে থাকুক,
তার স্মৃতি থাকবে পাশে,
শুধু তাকে চেয়েছি আমি,
তাকে চেয়েছি এক বুক জুড়ে।তাকে চেয়েছি এমনভাবে,
যেমন সূর্য চায় আকাশে তার আলো,
যেমন সমুদ্র চায় হাওয়ার শীতল ছোঁয়া,
এভাবে শুধু তাকে চেয়েছি,
এক বুক জুড়ে, সারা জীবন ধরে।
