বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রবিবার (২ মার্চ ২০২৫ ইং) থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে।
শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভা শেষে তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। তাই আগামীকাল থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং মুসলিম উম্মাহ সিয়াম সাধনা পালন করবেন।
তিনি আরও বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভের অপার সুযোগ রয়েছে। তাই আমাদের উচিত বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে এই সুযোগ কাজে লাগানো।”
ধর্ম বিষয়ক উপদেষ্টা দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, “রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদের মানবিক গুণাবলি বিকশিত হয়। তাই আসুন, সবাই ধৈর্য ও সংযমের সঙ্গে রমজান মাস পালন করি।”
এদিকে, ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। দেশের মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিরা আজ থেকে তারাবির নামাজ আদায় করতে দেখা যায়।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সময়সূচির ভিত্তিতে চট্টগ্রামের, সীতাকুণ্ড উপজেলায় ০২-০৩-২০২৫ ইং তারিখে সেহরির সময় ৪:৫৯ AM এবং ইফতারের সময় ৫:৫৭ PM । সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে, এবং ইফতারের সময় সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে।
পবিত্র রমজানের শুরুতে সীতাকুণ্ডবাসীর জন্য রইলো শুভেচ্ছা ও শুভকামনা।