ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র, ১৪৩১, ৪ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
লোহাগাড়ায় দুর্ঘটনায় আহতদের পরিদর্শনে:উপদেষ্টা ফারুক ই আজম-মেয়র শাহাদাত
সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরাম’র ঈদ পুনর্মিলন
জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে সাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
চাঁদ দেখা গেছে, কাল ঈদ
ফটিকছড়িতে পিবিআই তদন্ত শেষে বাদির উপর বিবাদীর হামলা
 “বাংলাদেশের চিত্র” পরিবার’র দ্বিতীয় দফায় ঈদ উপহার বিতরণ
৬৫০ টাকা কেজি গরুর মাংস, ডিম ডজন ১০৮ টাকা
রাষ্ট্র সংস্কারে প্রাণ দিতে হয় দিব : প্রয়োজনে রাস্তায় নেমে আসব (এনসিপি)
সুবিধাবঞ্চিত অসহায়দের ঈদ উপহার : বাংলাদেশের চিত্র প্রত্রিকা পরিবার
জলাবদ্ধতা নিরসনে মেয়র শাহাদাতের সক্রিয় নির্দেশনা: সেবা সংস্থাগুলোর সমন্বয়ে

নওগাঁয় বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর রাণীনগরে শফিয়ত আলী নামে এক বিএনপি নেতার উপর হামলা চালিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বড়গাছা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গহেলাপুর বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শফিয়ত আলী উপজেলার বড়গাছা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। তিনি গহেলাপুর গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার বিকেলে গহেলাপুর বাজারে তার উপর হামলা চালিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়।
মানববন্ধনে বড়গাছা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা তাঁতীদলের সভাপতি সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য তারেকুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইউছুফ আলী খাঁন, পারইল ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বড়গাছা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসরাফিল প্রমুখ। এছাড়া মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় বক্তারা বিএনপি নেতার উপর হামলাকারী ও মারপিটকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
শফিয়ত আলী জানান, গ্রামে মাদক বেচাকেনা হচ্ছে ও রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিভিন্ন বাড়ির গেটে সিকল তুলে দিয়ে ভয়ভীতি দেখাচ্ছিলেন। এসব ঘটনা জানার পর গ্রামের মসজিদে আমি কথাগুলো তুলে ধরি ও প্রতিবাদ করি। এরপর থেকে বিভিন্ন অচেনা নম্বর থেকে ও ফেক আইডি থেকে আমাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। গত মঙ্গলবার বিকেলে আমি ব্যক্তিগত কাজে নিজ গ্রাম গহেলাপুর বাজারে গেলে একই গ্রামের জলিলের সঙ্গে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এবং ওই সব ঘটনা নিয়ে প্রতিবাদ করার জেরে জলিল ও তার ছেলে মাসুদ, মামুনসহ কয়েকজনের আমার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমাকে লাঠিসোটা ও হাতুড়ি দিয়ে মারপিট করে এবং আমার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় আমার স্ত্রী বাদি হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।
মারপিটের অভিযোগের বিষয়ে জানতে জলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ থাকায় তার কোন মন্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved