১৩ মার্চ, বৃহস্পতিবার, চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজারে নিত্য পণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাদমান সহিদ এবং জনাব ইজাহারুল আহম্মেদ শিহাব। অভিযান চলাকালে গরুর মাংস, সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ও ওজন পরিমাপক যন্ত্র বিএসটিআই অনুমোদিত না হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪ টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বিএসটিআই এর কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন। এদিকে বাকলিয়ার চাক্তাই পাইকারি চালের বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইমরান মাহমুদ ডালিম। এ সময় কৃষি বিপণন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৬ টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।
একই দিনে মহানগরীর পাহাড়তলী পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), বাকলিয়া সার্কেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাসুমা আক্তার কণা। অভিযান চলাকালে বিভিন্ন অভিযোগে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার, ২০১০ ও কৃষি বিপণন আইন,২০১৮ লঙ্ঘনের অপরাধে ৪ টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।