মাহে রমজান উপলক্ষে আলহাজ্ব মাস্টার শামসুল হক ফাউণ্ডেশনের পক্ষ থেকে ২২০ পরিবারকে ইফতার সামগ্রী এবং ১৪০ পরিবারকে নগদ অর্থ অনুদান দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভূলাই বাড়ি থেকে এসব সামগ্রী বিতরণ হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউণ্ডেশনের কো-চেয়ারম্যান মোহাম্মদ রিদোয়ানুল বারী। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাখাওয়াত হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। প্রধান বক্তা হিসেবে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন ফাউণ্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মো. নিজাম উদ্দিন।
মাস্টার নিজাম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মিলাদুন নবী, সন্দ্বীপ উপজেলা কৃষক দলের আহ্বায়ক জুলফিকার আলি ভুট্টো ও সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যক্ষ কামরুল হাসান। উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান নাহিদ, ফাউন্ডেশনের এনায়েত হোসেন, কৃষকদল নেতা আলমগীর, সমাজকর্মী একরামুল হক সাজিদ, তাহিম মনসুর প্রমুখ।