ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র, ১৪৩১, ৫ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি চেয়ারপারসন’র উপদেষ্টা আসলাম চৌধুরীর চন্দ্রনাথ মন্দির পরিদর্শন
বিএনপির গ্রুপ সংঘর্ষে: আহত যুবদল নেতা জিহাদের মৃত্যু
লোহাগাড়ায় দুর্ঘটনায় আহতদের পরিদর্শনে:উপদেষ্টা ফারুক ই আজম-মেয়র শাহাদাত
সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরাম’র ঈদ পুনর্মিলন
জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে সাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
চাঁদ দেখা গেছে, কাল ঈদ
ফটিকছড়িতে পিবিআই তদন্ত শেষে বাদির উপর বিবাদীর হামলা
 “বাংলাদেশের চিত্র” পরিবার’র দ্বিতীয় দফায় ঈদ উপহার বিতরণ
৬৫০ টাকা কেজি গরুর মাংস, ডিম ডজন ১০৮ টাকা
রাষ্ট্র সংস্কারে প্রাণ দিতে হয় দিব : প্রয়োজনে রাস্তায় নেমে আসব (এনসিপি)

হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিরীহ ফিলিস্তিনিদের উপর ইজরাইলীদের গণহত্যা এবং ভারতে মুসলমানদের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসনের প্রতিবাদে  হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
 ১৮ই রমজান সেহরীর সময় নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের  উপর ইয়াহুদীবাদী ইজরাইলিরা বর্বর হামলা করে শত শত মুসলমানদেরকে শহীদ করার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ২১ শে মার্চ রোজ জুমাবার বাদে জুমা হাটহাজারী ডাক বাংলো চত্বরে হাটহাজারী উপজেলা হেফাজতের সম্মানিত সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে হাটহাজারী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার, যুগ্ম সম্পাদক জনাব মোরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদের  যৌথ সঞ্চালনায়  অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ  বলেন, ইয়াহুদীবাদী ইজরাইলিরা পবিত্র রমজান মাসে  মুসলমানদের উপর বোমা হামলার মাধ্যমে  ঘুমন্ত অবস্থায় শত শত মুসলমানদের হত্যা করে।
আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। এখন মুসলমানদের ঐক্যের সময় এসেছে। বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে এই ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এর জন্য সকল মুসলমানদের সকল প্রকার লোভ লালসা ও ভেদাভেদ ভুলে ঐক্যের ছায়াতলে একত্রিত হওয়ার জন্য  আহবান জানান।
ইজরাইল যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিষফোঁড়া, তদ্রুপ জৈনবাদী ভারত বাংলাদেশ ভূ-খণ্ডের জন্য বিষফোঁড়া, ওরা বাংলাদেশকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য পায়তারা করছে। এই ভারতের বিরুদ্ধে সকল  বাঙালি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ভারতের সকল পণ্য বর্জন করতে হবে। আজকের সমাবেশ থেকে বাংলাদেশের মুসলমানদেরকে ইজরাইলী ও ভারতীয় পণ্য বর্জন করার জন্য জোরদার আহ্বান জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে মুফতি মোহাম্মদ আলী কাসেমী সাহেব বলেন, ইহুদীবাদী ইজরাইল মুসলমানদের উপর হামলা বন্ধ না করলে আমাদের শরীরের শেষ রক্ত কণা  পর্যন্ত আমরা ওদের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে যাবো। এবং বাংলাদেশ সরকারকে মুসলিম বিশ্বের সাথে যোগাযোগ করে ইজরাইলীদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যথায় দেশের আপামর মুসলিম তৌহিদী জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন। হেফাজত নেতৃবৃন্দ আরো বলেন ভারতপন্থী কোন সরকারকে আমরা আর ক্ষমতাই দেখতে চাই না এই বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি চলবে না। আওয়ামীলীগ ইসলাম ও দেশের স্বার্থ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাই তাদের নিষিদ্ধ করতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সরকারি মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ আহসানুল্লাহ,  কার্যনির্বাহী সদস্য হাটহাজারী পৌরসভার সভাপতি  মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী,মাওলানা মুফতী বশিরুল করিম, আবু তাহের রাজিব,রাশেদুল ইসলাম, মাওলানা ইকবাল গড়দুয়ারী, হাফেজ মহিউদ্দিন, ছাত্রনেতা আবরার কাউসার, মাওলানা জিয়াউদ্দিন জিয়া, প্রমূখ নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved