বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি খায়রুল কবির খোকনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রশিদুজ্জামান রুনুর (৭৮) জানাজা রাষ্টীয় মর্যাদায় ২১ মার্চ শুক্রবার বিকেল তিনটায় শিবপুর উপজেলার আড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি কুতুবেরটেক পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টারের পরিচালনায় জানাজায় বক্তব্য রাখেন মরহুম বীর মুক্তিযোদ্ধা রশিদুজ্জামান রুনুর বড় ভাই বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি খায়রুল কবির খোকন, কালিগঞ্জের সাবেক এমপি ফজলুল হক মিলন, মনোহরদীর সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, শিবপুর উপজেলা যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আঃ মান্নান খান, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ রশিদ মোল্লা, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ।রশিদুজ্জামান রুনু দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। ২০ মার্চ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।