ঢাকা, মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২, ২১ জিলকদ, ১৪৪৬
সর্বশেষ
চট্টগ্রামের বাঁশখালীতে দেশের প্রথম আবহাওয়া ক্লাব উদ্বোধন
মানবসেবা সংগঠন উদ্যোগে হালিশহরে শরবত বিতরণ
চট্টগ্রামে পাহাড়ধস এর প্রেক্ষিতে ট্রিগার থেশহোল্ড বিষয়ক বৈধকরণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্ববৃহৎ (৫ম) সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বতন্ত্র কণ্ঠস্বরগুলো এক কন্ঠস্বরে রূপান্তর হলে অপারেজেয় শক্তির অভ্যুদয় ঘটে
চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের আড়ম্বরপূর্ণ শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
৯৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মা দিবস ও অভিভাবক সমাবেশ
নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াইটা কঠিন
সীতাকুণ্ডে প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা 
শ্রীশ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের ২১তম বার্ষিকী

চকবাজার ক্যাব এর উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” শীর্ষক সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চকবাজার থানার উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল-২৫ইং ২১শে মার্চ, শুক্রবার চকবাজার সাউথ এশিয়ান কলেজ হলরুমে ক্যাব চকবাজার থানার সভাপতি মোহাম্মদ আবদুল আলীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম নাজের হোসাইন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা ও গবেষক ডাঃ মোঃ মাহাফুজুর রহমান। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার সাবেরী।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ হাশেম রাজু, ক্যাব চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস, যুব ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সংগঠক লায়ন সাজ্জাদ উদ্দীন, অধিকার চট্টগ্রামের সংগঠক সাংবাদিক ওসমান জাহাঙ্গীর। আলোচনায় অংশনেন যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের রাসেল উদ্দীন, ক্যাব চকবাজার থানার সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, যুগ্ম সম্পাদক আমির মাহমুদ খসরু রাজু, সহ সম্পাদক মোঃ আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল সরকার, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন রনি, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজগর হোসেন, সদস্য মুরাদ, সুমন প্রমুখ।

 

উদ্বোধকের ভাষনে বিশিষ্ঠ মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজ বলেন বৈষয়িক বর্তমান সমাজে যেখানে সম্পদের জন্য সন্তান তার পিতাকে খাটে বেঁধে রাখে, সহায় সম্বল ভাগ না করায় পিতার লাশ দাফনে সন্তানরা বাঁধা দেন, সেখানে ক্যাব সদস্যরা নিঃস্বার্থ ভাবে ১৮ কোটি মানুষের স্বার্থ নিয়ে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন। আর সমাজের কল্যানে এভাবে “নিজের খেয়ে পরের মোষ তাড়ানোর” লোকজনের সংখ্যা প্রতিনিয়তই কমছে। ইফতারী বা খাদ্যে ভেজাল রোধে জনগনের ক্ষমতায়ন দরকার। কারণ সরকারি সংস্থার লোকজন এগুলো রোধ করতে পারছে না।

 

প্রধান অতিথির বক্তব্যে ক্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, খাদ্যে ভেজাল রোধে সরকার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছেন। কিন্তু সেটি এখন “কাজীর গরু খাতায় আছে, গোয়ালে নাই”। এই রমজানে ভেজাল ও মানহীন ইফতারী খেয়ে মানুষ রোগাক্রান্ত হচ্ছে। চট্টগ্রামে পথে ঘাটে ওরশ বিরিয়ানীর নামে মহা বানিজ্য কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গে না। তারা শুধু সরকারি-বেসরকারী বরাদ্ধ পেলেই কার্যক্রম করতে পারে। তাই ভোক্তা হিসাবে আমাদের অধিকার আদায়ে আমাদেরকে সংগঠিত হয়ে, আমাদের অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে। জুলাই আন্দোলনের কোমলমতি শিশুরা যেভাবে দেশকে স্বৈরশাসকের কবল থেকে মুক্ত করেছে, ঠিক একইভাবে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের কবল থেকে মুক্ত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হবার বিকল্প নাই। কারণ এই অসাধু চক্রটি একবার সয়াবিন তেল, একবার চাল, একবার পেয়াজ এভাবে রুটিন করে প্রতিটি পণ্যের কৃত্রিম সংকট তৈরী করছে, আর সরকারের দায়িত্বশীল লোকজন বিগত সরকারের মতো সবকিছু ঠিক আছে বলে সার্টিফিকেট দিয়ে জনগনের অধিকারকে অবজ্ঞা করছে। আর মানুষ পুড়া ও খোলা, পামতেল খেয়ে অকালে হৃদরোগসহ নানা প্রাণঘাতি রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করছে। অন্যদিকে ব্যবসায়ীরা সয়াবিনের নামে পাম তেল ধরিয়ে দিচ্ছেন।

মুখ্য আলোচকের বক্তব্যে ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার সাবেরী বলেন, সব ধরনের ব্যবসায়ী এমনকি রিকসাওয়ালা পর্যন্ত সংগঠিত আর ভোক্তা হিসাবে আমরা অসংগঠিত, সেকারনে অসাধু ব্যবসায়ীরা এর সুযোগ নিয়ে মানুষের পকেট কাটছে। আর সরকারের দায়িত্বশীল লোকজন এগুলোকে স্বাভাবিক বলছে। মানুষের কল্যান করতে চাইলে তৃণমূল পর্যায়ে এধরনের অপকর্মগুলোকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
error: protected !!

Copyright© 2025 All reserved