নগর প্রতিনিধি :সোমবার, ২৪ মার্চ চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেসের নবী মার্কেটে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রাম ‘র সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু রায়হান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুমানা পারভীন তানিয়া। এসময় মোবাইল কোর্ট পরিচালনাকালীন নানা অসঙ্গতির জন্য কৃষি বিপণন আইন ,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২ জনকে ২টি মামলায় অর্থদণ্ড করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মহানগরের চকবাজারে ঈদ বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইমরান মাহমুদ ডালিম। অভিযান চলাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২ টি মামলায় অর্থদণ্ড করা হয়। এ সময় মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বাজার মনিটরিং চলাকালে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং সংশ্লিষ্ট বিক্রেতাদের সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান রয়েছে।