ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র, ১৪৩১, ৪ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
লোহাগাড়ায় দুর্ঘটনায় আহতদের পরিদর্শনে:উপদেষ্টা ফারুক ই আজম-মেয়র শাহাদাত
সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরাম’র ঈদ পুনর্মিলন
জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে সাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
চাঁদ দেখা গেছে, কাল ঈদ
ফটিকছড়িতে পিবিআই তদন্ত শেষে বাদির উপর বিবাদীর হামলা
 “বাংলাদেশের চিত্র” পরিবার’র দ্বিতীয় দফায় ঈদ উপহার বিতরণ
৬৫০ টাকা কেজি গরুর মাংস, ডিম ডজন ১০৮ টাকা
রাষ্ট্র সংস্কারে প্রাণ দিতে হয় দিব : প্রয়োজনে রাস্তায় নেমে আসব (এনসিপি)
সুবিধাবঞ্চিত অসহায়দের ঈদ উপহার : বাংলাদেশের চিত্র প্রত্রিকা পরিবার
জলাবদ্ধতা নিরসনে মেয়র শাহাদাতের সক্রিয় নির্দেশনা: সেবা সংস্থাগুলোর সমন্বয়ে

রাষ্ট্র সংস্কারে প্রাণ দিতে হয় দিব : প্রয়োজনে রাস্তায় নেমে আসব (এনসিপি)

একুশ শতকের শ্রেষ্ঠ বাঙালি বীর সূর্যসন্তান সকল জুলাই শহীদদের স্মরণে। ছাত্র জনতার রক্ত সাগরে ফেসিস্ট  সরকারের পতন। ছাত্র জনতা আন্দোলন গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ বিনির্মাণের কারিগর। জুলাইয়ের শহীদ পরিবার, সাংবাদিক, শিক্ষাবিদ,

বুদ্ধিজীবী ও সাহিত্যিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাষ্ট্রে সংস্কারের জন্যে আবার প্রাণ দিতে হয় তাহলে আমরা আবার রাস্তায় নেমে আসব জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)

আজ শুক্রবার (২৮ মার্চ) বনজৌর রেস্টুরেন্ট, গোল্ডেনপ্লাজা, সিডিএ এভিনিউ (জিইসি মোড়) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, এনসিপি নতুন পলিটিক্যাল কালচারকে ধারণ করতে পারবে। এনসিপি নারীদের সামনে নিয়ে এসেছে যেটা নয়া রাজনীতির বন্দোবস্তেরই অংশ। এনসিপি নারীদের ইনক্লুসিভিটি নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের এমপি ফজলে করিম চৌধুরী’র চার্জশিট থেকে অনেক অপরাধীর নাম বাদ পড়েছে। এইসব নিয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমদুর রহমানের উপর যে অত্যাচার হয়েছে তার বিচারের দাবী জানিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব স্বৈরচারের দোসর মুক্ত করতে ছাত্রদের ভূমিকা ছিলো অপরিসীম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতার হ্রাসের মাধ্যমে বাংলাদেশের সংস্কার কাঠামোর যে পরিবর্তন তার বিরোধিতা করার অর্থই ফ্যাসিবাদ কাঠামোকে টিকিয়ে রাখা। ৭২ এর সংবিধানের প্রতি রাজনৈতিক দলগুলো যে ফ্যাটিশ, তা দিয়ে জনবান্ধব রাষ্ট্র তৈরি করা সম্ভব না। গণঅভ্যুত্থান চলমান। দেশের মানুষ বাংলাদেশের রাজনীতিকে ভুলভাবে বোঝাপড়া করার চেষ্টা করলে তা কখনো মেনে নিবে না। রাষ্ট্রে সংস্কারের জন্যে আবার প্রাণ দিতে হয় তাহলে আমরা আবার রাস্তায় নেমে আসব। তবুও সংস্কার এনেই ছাড়ব।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক ইমন সৈয়দ বলেন, গণহত্যার সাথে জড়িতদের ঠিকঠাক ভাবে বিচার না করলে রাষ্ট্রের ন্যায়বিচার কায়েম হবে না। ৭১ এর পরবর্তী সময়ে আমরা যুদ্ধাপরাধ প্রশ্নটাকে ঠিকঠাকভাবে মোকাবেলা করতে না পারায় ১৪তে গণজাগরণ মঞ্চ তৈরি হয়। তিনি আরও প্রশ্ন ছুঁড়ে বলেন, যদি ২৪ এর আওয়ামীলীগের বিচার আমরা করতে না পারি, নিকট ভবিষ্যতে আরও একটা গণজাগরণ মঞ্চ হবে না তার নিশ্চয়তা কি? আওয়ামী বিচার না করা মানে রাষ্ট্রে নৈরাজ্য পরিস্থিতি জিইয়ে রাখা। বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যে আওয়ামীলীগের বিচার করতে হবে।

জুলাইয়ের শহীদ উমরের মা বলেন, আমাদের ছেলেদের হত্যার বিচার এখনো হয়নি। তাদের ক্ষমতার জন্যে আমার হীরের টুকরার ছেলেকে মেরে ফেলেছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আমাদের সন্তানের বিচার না করে আমরা নির্বাচন চাই না।

এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সংগঠক মোহাম্মদ এরফানুল হক, রাফসান জামী প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved