নগর প্রতিনিধি
চট্টগ্রাম : চট্টগ্রামে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যেগে রমজান উপলক্ষে ৬৫০ টাকা কেজি গরুর মাংস, ১০৮ টাকা ডিমের ডজন। যা ব্যাপক প্রশংসিত আলোচিত হয়েছে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া ও দেশজুড়ে।
এছাড়াও, ন্যায্য মূল্যে মাংস, দুধ, ডিম,ব্রয়লার,ড্রেসড মুরগী বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। প্রতি কেজি গরুর মাংস ৬৫০টাকা, এক ডজন ডিম ১০৮টাকা, প্রতি ড্রেসড মুরগী ২৫০টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ আলমগির এই কার্যক্রম তদারকি করছেন।
সারাদেশে প্রাণিসম্পদ অধিদপ্তর গত ২৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত বিভাগীয় শহরে এই বিক্রি কার্যক্রম গ্রহণ করেছে। চট্টগ্রামে ৪ টি স্হানে এই কার্যক্রম চলছে। চট্টগ্রামে এর আগে জেলা প্রশাসন ও প্রাণি সম্পদের যৌথ আয়োজনে ১ রমজান থেকে এই কার্যক্রম শুরু হয়েছিলো। তখন দাম একটু বেশি ছিলো। এখন সরকার ভর্তুকি দিয়ে এই কার্যক্রম শুরু করেছে।
প্রাণি সম্পদের এই কার্যক্রমে পরিবেশ সম্মত ব্যাগ ব্যবহার করা হচ্ছে। সরকারের এই কার্যক্রমে খুশি সাধারণ মানুষ। প্রতিদিন ৫ শতাধিক সাধারণ মানুষ এই সুবিধা ভোগ করছেন।