চট্টগ্রাম উত্তর জেলা ফটিকছড়িতে জায়গায় জমির একটি মামলার পিবিআই তদন্ত শেষে বাদির উপর বিবাদীগণ কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ মার্চ) নাজিরহাট পৌরসভার দৌলতপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার সামনে এঘটনা ঘটেছে।
এ ঘটনায় ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শওকত হোসেন বেলাল। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল আওয়াল ফাহিম কে আটক করেছে পুলিশ। এ অভিযোগের অন্যান্য অভিযুক্তরা হলেন- হাবিবুল আজম ও রোকসানা আক্তার।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়- ১ ও ২নং বিবাদীদ্বয় আওয়ামী সরকারের ক্ষমতা দেখাইয়া এলাকায় জমি দখল, চাঁদাবাজি, চুরি ও মাদক ব্যবসাসহ এমন কোন অপকর্ম নেই যাহা তাহারা করে নাই। ১নং বিবাদী বিগত ৪/৫ বৎসর যাবৎ ফটিকছড়ি থানাধীন দক্ষিণ ধুরুং মৌজার বি.এস খতিয়ান নং- ২১৫৫, নামজারী বি.এস খতিয়ান নং- ৭৯৯৭ এর অধীন বি.এস ৪৯৮৭/৪৯৮৯/৪৯৯০ দাগাদির
আন্দর ৪.৮৩ শতক জায়গা জোর পূর্বক দখলের অপচেষ্টা করে। এজন্য মামলা করলে তা পিবিআই তদন্ত শেষ করে যাওয়ার পর উক্ত ভূসম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরিয়া অদ্য
২৯/০৩/২০২৫ইং তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় ২ ও ৩নং বিবাদীর প্রত্যক্ষ প্ররোচনা ও কুপরামর্শে ক্ষুদ্রাং
বিবাদী অজ্ঞাতনামা বিবাদীগণকে সাথে নিয়ে ধারালো রাম দা, লোহার রড ও লাঠিসোটা সজ্জিত হইয়া বেআইনী জনতা
গঠন করিয়া হত্যার উদ্দেশ্যে উল্লেখিত ঘটনাস্থলে আমার উপর অতর্কিতভাবে হামলা করে। এসময় ১নং বিবাদী হাতে
থাকা ধারালো রাম দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথা বরাবর সজোরে কোপ মারে। এসময় আমি কৌশলে মাটিতে
লুটাইয়া পড়িয়া উক্ত বিবাদীর রাম দায়ের কোপ থেকে কোন মতে নিজেকে রক্ষা করি, ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি
আমার কাছে সংরক্ষিত আছে। এক পর্যায়ে উক্ত বিবাদী আমাকে পুনরায় কোপাতে উদ্যত হইলে উপরোক্ত সাক্ষীগণ তাহা
দেখিয়া পাইয়া দ্রুত ঘটনাস্থলে আসিয়া উক্ত ১নং বিবাদীর কবল থেকে আমাকে কোনমতে উদ্ধার করে এবং উক্ত বিবাদীর
হাত থেকে রাম দাটি উদ্ধার করিয়া নিজেদের হেফাজতে নিয় নেয়। বর্তমানে ১নং বিবাদীর রাম দাটি ২নং সাক্ষী সেকান্দর
(৫৫) এর হেফাজতে রয়েছে। এসময় ৩নং বিবাদীনি ও অজ্ঞাতনামা বিবাদীগণ আমাকে ও সাক্ষীদেরকে অকথ্য ভাষায়
গালিগালাজ করে এবং আমাকে তুলিয়া নেওয়ার হুমকি প্রদর্শন করে। এক পর্যায়ে আরো লোকজন আগাইয়া আসিতেছে দেখিয়া বিবাদীগণ ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় ১নং বিবাদী ভবিষ্যতে সুযোগ সন্ধানে আমাকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে মর্মে প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা পুলিশ