সাতকানিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কেরানি হাটের সী ওয়ার্ল্ডে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জোবাইরুল হাসান আরিফ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ। জোবাইুল হাসান আরিফ তার বক্তব্যে বলেন, “জুলাই স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হলে দেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়বে। আমাদের অবশ্যই জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখতে হবে এবং শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যোদ্ধা মাসুমের সঞ্চালনায় এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির সংগঠক সিফাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা নাগরিক পার্টির সংগঠক অধ্যাপক ও কলামিস্ট এ ইউ মাসুদ, অধ্যাপক শাহেদুল ইসলাম, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, বৈষম্যবিরোধী আন্দোলনের আহত যোদ্ধা হাবিব, রাকিব, কেরানি হাট ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নুল আবেদীন মাস্টার, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি রাসেল বিন ওসমান, অিনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকাল (চট্টগ্রাম দক্ষিণ) প্রতিনিধি এস এম আনোয়ার হোছাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব কুমার ধর, ইউনিয়ন থেকে আগত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক এস এম ইউনুস, শহীদুল ইসলাম, জাহিদ, রাকিব হোসেন, স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা ফ্যসীবাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা গুরুত্ব এবং জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত সৈনিকদের নগদ অর্থ ও অতিথিদের সন্মাননা স্বারক প্রদান করা হয়।