সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরাম এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদ আনন্দ খুশিতে এ সময় সদস্যরা একে অপরের সাথে ঈদ মোবারক কোলাকুলি ঈদের আনন্দ ভাগাভাগি ও কুশল বিনিময় করেন।
বুধবার, ০২ এপ্রিল সন্দ্বীপে অবস্থিত সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, উপজেলা কমপ্লেক্স সন্দ্বীপের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের সংগঠন সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট’স ফোরাম এর ঈদ পরবর্তী ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব কামরুজ্জামান নিশাদ এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সীতাকুন্ড পৌরসভার এলজিইডি ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, বিওডি মেম্বার ইঞ্জিনিয়ার তাইনুল ইসলাম নিলয়, সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার রাজিব, ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান মিশু, যুগ্ম আহবায়ক আবদুর রহমান আরমান, আকিব সহ পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যায়নরত সন্দ্বীপের বর্তমান সাবেক শিক্ষার্থী সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সবাই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সন্দ্বীপ এর কারিগরি শিক্ষার প্রসারে করণীয় নিয়ে আলোচনা করেন।