বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী (এফসিএ) র বৃহস্পতিবার ( ৩ মার্চ) চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড স্রাইন কমিটির সম্পাদক এডভোকেট চন্দন দাশ, সহ-সম্পাদক সুব্রত চক্রবর্তী সৌমিত্র, সদস্য, মৃদুল অধিকারী, কৃষ্ণ চন্দ্র দাস ও অশোক চক্রবর্ত্তী। তিনি মন্দির এলাকা পরিদর্শন শেষে কমিটির কার্যক্রম এবং সার্বিক বিষয়ের সন্তোষ প্রকাশ করেন। চন্দ্রনাথ মন্দির এলাকা ঘুরে তিনি মুগ্ধ হয়েছেন। ভবিষ্যতে মন্দিরের উন্নয়ন কর্মকান্ডসহ সব ধরনের কাজে সহযোগিতা করার আশ্বাস দেন। পরিদর্শন শেষে তিনি কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি বলেন, সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি তীর্থস্থান। এই তীর্থকে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে তুলে ধরার সুযোগ রয়েছে। বিশেষ করে ভারতের তীর্থযাত্রীদের আকর্ষণ করার সুযোগ রয়েছে।
এ সময় মন্দির উন্নয়নে তার নিজের ইচ্ছার কথা জানিয়ে বলেন, সমতল থেকে এত উঁচুতে এই মন্দিরটি তে তীর্থযাত্রীদের বিশেষ করে অসুস্থ এবং বয়স্ক মানুষের অনেক কষ্ট হওয়ার কথা। চন্দ্রনাথ মন্দির থেকে মন্দির হয়ে সমতল ভূমিতে ক্যাবলকার স্থাপন করা গেলে এ ধরনের তীর্থযাত্রীদের দুর্ভোগ কমে যেত। আন্তর্জাতিক তীর্থযাত্রীদের সহজে তীর্থ করতে সুবিধা হতো। এর আগে তার উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিলগেইটস্থ বাসভবনে স্রাইন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। বৈঠকে তাৎক্ষণিক চন্দ্রনাথ মন্দির পরিদর্শনের প্রস্তাব দেন তিনি।
