ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

আবারও ফিরে পেতে চাই

বৃষ্টি খাতুন

বলেছিলে! কেমন আছি?
হ্যা! আমি ভালোই আছি,
আর কবিতারাও বড্ড ভালো আছে,
তবে কবিতাই নেই সেই চেনা সুর,
নেই সেই আগের মায়াময় অনুভূতি,
নেই সেই আবেগ মাখা কণ্ঠের ধ্বনি
আছে শুধু বিষাদে ভরা আত্মচিৎকার
আর তোমাকে না পাওয়ার ব্যকুল বেদনা।
আজও বড্ড বেশি পোড়ায়, ফিরে পেতে চায়! সেই সোনালী বিকেল, ভরা চাঁদের জোছনায়, এক সাথে কাটিয়ে দেয়া সেই রঙিন রাতগুলো, তোমাকে নিয়ে সেই আগের অনুভূতি।
ফিরে পেতে চাই!
সেই ধানের খেঁতে সবুজে সমারোহে প্রকৃতির
রূপে তোমার সাথে কাটানো সেই প্রতিটা সময়।
সত্যি বলছি তোমায় বড্ড বেশি মনে পড়ে,,,
শুধু আরেকবার সেই সময়কে ফিরিয়ে দিবে?
সেই স্মৃতিময় রঙিন সময় গুলোকে?
আবারও সেই ভালোবাসার উষ্ণ ছোঁয়ায়
নিজেকে বিলিয়ে দিতে চাই!
সেই পুরোনো ভালোবাসার আঙ্গিনায়,
হ্যা! বড্ড ভালো আছি!
এটাকে ভালো থাকা বলে না,
শুধুই বিষাক্ত সময়ের সাথে
নিজেকে মানিয়ে নেওয়ার মানে মাত্র,
কষ্টের আড়ালে অভিনয়ে ভালো থাকা।
আমি মেনে নিয়েছি, আর হ্যা!
মেনে নিতে শিখেছি।
তোমাকে না পাওয়ার সেই অতৃপ্তি নিয়ে
কাটিয়ে দিয়েছি জীবনের বহু মূল্যবান সময়।
হ্যা! আমি ভালোই আছি,
ভালো থেকো নিজের মতো তুমি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved