ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

কিশোরী লাশের সন্ধান মেলেনি দীর্ঘ ৬বছরেও, তদন্তে সিআইডি

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার হয় ফিরিঙ্গী বাজার খালে। দীর্ঘ ৬বছরেও আজও মেলেনি সে লাশের পরিচয়। সুরতহাল ময়না তদন্ত সম্পন্ন। মামলা করেও মেলেনি লাশের কোন পরিচয়। বর্তমানে মামলা তদন্তাধীন আছে সিএমপি সিআইডির কাছে। বেওয়ারিশ লাশের সন্ধানে চেয়ে সহৃদয়বান সচেতন নাগরিকদের সহায়তা সহযোগিতা চেয়েছেন। মামলার সক্রিয়তায় কর্তব্য ও দায়িত্বরত সিআইডি কর্মকর্তা পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম।

আজ ১০জুলাই (বুধবার) সিআইডি তদন্তে ও দায়িত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল ইসলাম “সপ্তাহিক বহমান বাংলা”কে উক্ত বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,ঘটনাক্রমে গত ২৮/০৯/২০১৮ইং তারিখে সিএমপি চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার খাল থেকে একটি অজ্ঞাতনামা মেয়ের (বয়স অনুমান ১০ বৎসর) গলিত লাশ চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ ভাসমান অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে উক্ত লাশের সুরতহাল ও ময়না তদন্ত সম্পন্ন করে লাশটি বেওয়ারিশ হিসাবে দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতোয়ালী (সিএমপি) থানার মামলা নং-৫৪/১৪০, তারিখ-১৫/০২/২০২০ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (২) রুজু হয়। বর্তমানে উক্ত মামলাটি সিআইডি, চট্টগ্রামের পুলিশ পরিদর্শক জনাব জহিরুল ইসলাম এর নিকট তদন্তাধীন আছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত লাশটিকে চিনে থাকেন অথবা মৃত মেয়েটির পরিচয় দিতে পারেন তাহলে মামলার তদন্তকারী কর্মকর্তার মোবাইল নাম্বার ০১৭১৩-৭৩০৯৫১ তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। অনুরোধক্রমে:- মামলার তদন্তকারী কর্মকর্তা।

মৃত লাশের বর্ণনাঃ- লিঙ্গ- মেয়ে, বয়স- অনুমান ১০/১২ বছর, উচ্চতা- অনুমান ০৪ ফুট, লাশের ধরণ- সম্পূর্ণ গলিত, লাশটির পরনে কোন বস্ত্র ছিল না। তবে তার ডান হাতে প্লাস্টিকের হাল্কা বেগুনি রঙের ০১টি চুড়ি ও গলায় ০১টি গোল্ডেন কালারের চেইন ছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved