ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে পরিক্ষা কেন্দ্রে এলো দ্বিতীয় পত্রের প্রশ্ন

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিজয় স্মরনী কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষা-২০২৪ এ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এই কেন্দ্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় কেন্দ্রে আসে দ্বিতীয় পত্রের প্রশ্ন।

সকাল ১০টায় যথা সময়ে পরিক্ষা শুরু হলে MCQ প্রশ্নে পরিক্ষা দিচ্ছিলো শিক্ষার্থীরা।
তবে CQ প্রশ্ন প্রদানের পূর্বে শিক্ষকরা জানতে পারেন যে ১ম পত্রের পরিবর্তে ২য় পত্র কেন্দ্রে আসে। কেন্দ্র পর্যবেক্ষকদের বিষয়টি অবগত করলে প্রশ্ন প্রদান না করে ঐসময় CQ পরীক্ষা স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম গণমাধ্যম কে জানান , “পরীক্ষার প্রশ্ন বিতরণের দায়িত্ব জেলা প্রশাসনের। আর দেখেশুনে প্রতিদিন সকালে প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব কেন্দ্র সচিবের।”

তিনি বলেন, কেন্দ্র সচিব ও জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অবহেলা, অদক্ষতা ও অসতর্কতার কারণে বিজয় স্মরনী কলেজ কেন্দ্রে পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের প্রশ্ন চলে গেছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশ্ন পরিবর্তন করে কিছু সময় বিলম্বের পর দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়েছে।

ভুলে কেন্দ্রে সরবরাহ করা পদার্থবিজ্ঞান ২য় পত্রের প্রশ্ন যেহেতু প্রকাশিত হয়ে গেছে সেক্ষেত্রে এই প্রশ্ন দিয়ে আর পরীক্ষা হবে না জানিয়ে অধ্যাপক রেজাউল করিম জানান, বিকল্প প্রশ্নে পদার্থবিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে

এমন ভুলের জন্য বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।

এ বিষয়ে কেন্দ্রের সচিব বিজয় স্মরনী কলেজের অধ্যক্ষ শিব শংকর শিল বহমান বাংলা কে জানান যথাসময়ে পরিক্ষা শুরু হয়েছে তবে ভূলে ১ম পত্রের CQ প্রশ্নের পরিবর্তে ২য় পত্রের প্রশ্ন কেন্দ্রে আসায় প্রশ্ন পরিবর্তন করে পরিক্ষা শুরু হতে কিছুটা সময় বিলম্ব হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved