ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় পূর্বশত্রুতা আধিপত্য জেরে মনা খুন

চট্টগ্রাম মহানগরের রিয়াজউদ্দিন বাজারে

পুরাতন রেল স্টেশন এলাকায় অধিপত্যে বিস্তারের জেরে আলোচিত মো. সাহেদ হোসেন মনা হত্যাকাণ্ডে ৪ জনকে গ্রেপ্তার করেছে নগরের কোতোয়ালী থানা পুলিশ। খুন করার পরপরই আসামিরা চট্টগ্রাম থেকে পালিয়ে যায়। পরবর্তীতে হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিল তারা।

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিমপির) দক্ষিণ বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দক্ষিণ বিভাগের উপ-কমিশনান মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চৈঠপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো, মো. জুয়েল (৩৪), মো. বশির (২৬), মো. সাগর (২৮) ও মো. জুয়েল প্রকাশ ছোট জুয়েল (২৫)। মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকারীরা ও মনা আগে একপক্ষে থাকলে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে আলাদা দুইটি পক্ষ তৈরি হয়। ঘটনার আগে জুয়েলের পরিচিত কালুর দোকান ভাঙচুর করে মনা। এটি নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। মনাকে হত্যার পরপরই আসামিরা চট্টগ্রাম ছেড়ে পালিয়ে যায়। হবিগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতে পালানোর চেষ্টা করেছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, রেলওয়ে স্টেশন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনা আসামি জুয়েলের পরিচিত কালুর দোকান ভাঙচুর করে। এ ঘটনায় মনা ও জুয়েলের মধ্যে বাগবিতণ্ডা হয়।

গত ৭ জুলাই রাতে পুরাতন রেল স্টেশন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মনাকে রিয়াজউদ্দিন পাখি গলির দুই নম্বর গলিতে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করে।

পুলিশ ও থানা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রাতে নগরের কোতোয়ালী থানার স্টেশন রোডে এলাকায় হত্যা করা হয় সাহেদ হোসেন মনাকে। মনা হত্যাকাণ্ডে তার বাবা শাহ আলম বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলার প্রধান আসামি করা হয় জুয়েল বাহিনীর প্রধান জুয়েলকে। এছাড়া অন্য আসামিরা হলেন, রহিম (২৬), জুয়েল প্রকাশ মুরগি জুয়েল (৩২), মো.সজীব (২৪), শেখ ফরহাদ (২২),  মো. শুক্কুর (৩৫), হানিফ প্রকাশ মাছ হানিফ (৩৫), সবুজ (৩২), সাগর (২৮), বশির প্রকাশ টিউমার বশির (৩০), ইকবাল (৩১) ও শাকিল (২০)। হত্যার পরদিন গত ৯ জুলাই  ফরহাদ ও সজীব নামে ২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved