ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

কালীগঞ্জে সার্বজনীন পেনশন স্কীম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে সার্বজনীন পেনশন স্কীম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন গাজীপুরের জেলা ৃপ্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

সোমবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক প্রধান ও জুয়েনা আহমেদ।

এ সময় অন্যান্যের মাঝে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, বাহাদুরশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলার যাকাত ফান্ড হতে ৯ জনের মধ্যে প্রত্যেককে ৬ হাজার টাকা এবং উপজেলা সমাজ সেবা কার্যালয়ের অর্থায়নে ১৬ জনের মধ্যে প্রত্যেককে ৭ হাজার টাকা করে মোট ২৫ জনকে ১ লক্ষ ৬৬ হাজার টাকার অনুদানের চেক প্রদান শেষে ভিক্ষুক পূনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষে ৪টি ছাগর ও ৪টি রিক্রা প্রদান করেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম মোয়াজ্জিন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved