ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

জামালপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা,আটক ২১

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দীঘলা কোনা পাহাড়ি এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে সন্দেহভাজন ২১ বাংলাদেশীকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত আনসার ভিডিপির সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- বকশিগঞ্জ উপজেলার ফজল হকের ছেলে মাজেদ, সেকান্দর আলীর ছেলে শাহ কামাল, খাজা সাহাদাতের ছেলে সাইফ, সাইম, নেকবর আলীর ছেলে গিয়াসউদ্দিন, সুজা মিয়ার ছেলে মুক্তারুজ্জামান, ইসলামপুর উপজেলার বাহাজউদ্দিনের ছেলে আঃ রহিম, সাধুর ছেলে আশরাফ, লসকর আলীর ছেলে খুরশেদ আলী, শহির উদ্দিনের ছেলে ওমর আলী, ফারুক, আঃ রহিমের ছেলে দুলাল হোসেন, ফরহাদের ছেলে এরশাদ, শহিজলের ছেলে লুৎফর, ফরহাদের ছেলে এরশাদ, হানিফ দরবেশের ছেলে বাচ্চু, রাজিবপুর এলাকার খালেকের ছেলে সোলাইমান, ময়মনসিংহের পাগলা থানার সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা, শেরপুরের নিজামুদ্দিনের ছেলে বাহাদুর, জামালপুর সদরের এলাহী মোল্লার ছেলে রাজু ও সাজু, ইউনুসের ছেলে রমজান।

জানা যায়, বকশীগঞ্জ সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলা কোনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু আন্দ্রে ধর্মপল্লীর পাহাড়া দিচ্ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির সদস্যরা। ওই রাতে দীঘলা কোনা এলাকায় পাহাড় দিয়ে কিছুসংখ্যক ব্যক্তি ঘুরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ২১ জন বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তের কাছ থেকে তাদের আটক করা হয়।

নিরাপত্তাজনিত কারণে রাতেই স্থানীয় সাতানী পাড়া বিজিবি ক্যাম্পে তাদের রাখা হয়। আটককৃতরা বকশীগঞ্জ উপজেলা সহ বিভিন্ন জেলা থেকে এই সীমান্তে এসেছিলেন।

সাতানী পাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার খন্দকার সাইফুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা গভীর রাতে কেন সীমান্তে গিয়েছিলেন তা জানার চেষ্টা চলছে।

এব্যাপারে ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেত্রী নূরজাহান বেগম অঞ্জলী বলেন, গভীর রাতে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি ঘুরাঘুরি করতে দেখে আমরা তাদের আটক করি এবং বিজিবির ক্যাম্পে রাখি। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের চলমান পরিস্থিতির মধ্যে জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে অবধভাবে কারো অনুপ্রবেশ না ঘটে সেদিকে নজরদারী বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved