ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

দুই মাদ্রাসার অধ্যক্ষকে অপসরনের দাবীতে আলটিমেটাম

পিরোজপুরের ইন্দুরকানীতে টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা ও ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষকে অপসরনের দাবীতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্দ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবীর সাথে একত্ততা প্রকাশ করেন মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ‘মাওলানা মোঃ দেলাওয়ার হোসেনকে এই মাদ্রাসার অধ্যক্ষের পদ থেকে অপসরণের দাবী জানাচ্ছি। দুর্ণীতিবাজ, নারীলোভী, অর্থ আত্মসাৎকারী, ঘুষ নিয়ে পরীক্ষায় নকল সরবরাহকারী অধ্যক্ষকে কোন অবস্থাতেই আমরা মাদ্রাসায় দেখতে চাই না। তাকে যদি অপসরণ করা না হয়; তবে আমরা কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হবো।’ অপর দিকে ইন্দুরকানী এফ. করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহ্3 আলম কে ৪৮ ঘন্টার মধ্যে অপসরনের দাবী জানিয়ে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা এ সময় অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছেন। শিক্ষার্থীদের দাবী অধ্যক্ষ শাহ্ আলম কিছুদিন পূর্বে নিয়োগ বানিজ্য করেছেন এবং শিক্ষার্থীদের জন্য মাদ্রাসায় বরাদ্ধকৃত টাকা আত্মসাত করেছেন। তিনি আওয়ামীলীগের দোষর। ক্ষমতার অপব্যবহার করে তিনি শিক্ষক ও ছাত্রদের সাথে দুর্ব্যবহার করেন।

শিক্ষার্থীদের মানববন্ধনে উপস্থিত হয়ে টগড়া মাদ্রাসর শিক্ষকরা জানান, ‘আমরা শিক্ষার্থীদের দাবীর সাথে একমত পোষণ করছি। অনিয়ম ও দুর্ণীতির সাথে যুক্ত থাকায় আমরা অধ্যক্ষ মাওলানা দেলাওয়ারকে অপসরণের দাবী জানাই। এ সময় মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহিল মাহমুদ, আরবী প্রভাষক মোঃ ছাইফুল ইসলাম, মাহাবুব বিল্লাহ, মাওলানা হারুন অর রশীদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধীক শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকরা অধ্যক্ষ্যের পদত্যাগের দাবীতে বক্তাব্য রাখেন।

মানববন্ধন শেষে টগড়া মাদ্রাসার অধ্যক্ষকে অপসরনের ৪৮ ঘন্টার সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে অপসরণ না হলে আগামী রবিবার থেকে পাঠদান বন্ধ থাকবে।

টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেনকে মুঠোফেনে ফোন কলরে তিনি রিসিভ করেন নাই। ইন্দুরকানী এফ. করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাহ্ আলম জানান, আলটিমেটামের বিষয় আমি কিছু জানিনা। আমি কোন দুর্ণীতির সাথে জড়িত না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved