ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

বিপুল অবৈধ অস্ত্র-গোলাবারুদ মূলহোতাসহ আটক-৮,অভিযানে যৌথ বাহিনী

চট্টগ্রাম : কক্সবাজার সদরে র‌্যাব-১৫, এর সক্রিয়তায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে দলের মূলহোতাসহ আটজন অস্ত্রধারী সন্ত্রাসীদের পিএমখালীর মাইজপাড়া এলাকা থেকে গ্রেফতার। এবং বিপুল পরিমাণ অবৈধ দেশী-বিদেশী অস্ত্র-গোলাবারুদ উদ্ধার।

অদ্য (শুক্রবার) ০৬ সেপ্টেম্বর, ভোর ৪টায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দলের মূলহোতাসহ আটজন অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করা হয়। আটকের এ সময় ০২টি বিদেশী পিস্তল, ০৩টি ওয়ানশুটার গান, ০২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ০৩টি ম্যাগাজিন, ০৫টি দামা, ০২টি কিরিচ, ০১টি চাইনিজ কুড়াল এবং ০১টি চেইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসীদের পরিচয়ে জানা যায়। ১)কলিম উল্লাহ (৩৪), পিতা-মৃত কবির আহাম্মদ, মাতা-হাজেরা খাতুন। ২) মোঃ খোরশেদ আলম (৩৭), পিতা-মৃত ফুরকান আহাম্মদ, মাতা-মাছুদা খাতুন। ৩) মোঃ হাসান শরীফ লাদেন (২০), পিতা-মোঃ শফিউল্লাহ, মাতা-শাহিনা আক্তার।
৪)মোঃ শাহিন (২৩), পিতা-মোহাম্মদ আলী, মাতা-জাহানারা
বেগম।৫) মোঃ মিজান (২০), পিতা-মাহাবুল্লাহ, মাতা-
খুরশিদা আক্তার।৬)আব্দুল মালেক (৪৮), পিতা-মৃত
কবির আহাম্মদ, মাতা-হাজেরা খাতুন। ৭) আব্দুল হাই (২৪), পিতা-মাহমুদুল হক, মাতা-বুলবুল আক্তার। ৮) আব্দুল আজিজ (২৫), পিতা-মাহমুদুল হক, মাতা-বুলবুল আক্তার। সর্বসাং- মাইজপাড়া, ৯নং ওয়ার্ড, পিএমখালী ইউনিয়ন, কক্সবাজার সদর, কক্সবাজার।

র‍্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবুল কালাম চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার বলেন,
নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম এর উপস্থিতিতে কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নস্থ মাইজপাড়া এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে (র‌্যাব, সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি) একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন,গ্রেফতারকৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের পিএমখালী’সহ পার্শ্ববর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এছাড়াও তারা দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য দেশীয় অস্ত্র দ্বারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতো এবং এলাকায় ত্রাস সৃষ্টি করতো। বিভিন্ন অপরাধ ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তারা বিভিন্ন মাধ্যম হতে অবৈধ দেশী-বিদেশী অস্ত্র-গোলাবারুদ ক্রয় এবং প্রয়োজন অনুযায়ী এ সকল অবৈধ অস্ত্রের ব্যবহার করতো এবং কার্যশেষে নিজেদের হেফাজতে মজুদ করে রাখতো বলে জানা যায়।

তিনি আরো বলেন,উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved