ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

লক্ষীপুরে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ

লক্ষ্মীপুর জেলায় চলমান বন্যা কবলিত ১৪৫৫৪ টি পরিবারের মাঝে উচ্চ শক্তি সম্পন্ন (হাই এনাজিটিক) বিস্কুট বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)। বন্যাকবলিত মানুষ বিশেষ করে যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়।

ইপসা প্রধান কার্যালয়ের প্রতিনিধি ব্যবস্থাপক (গবেষনা ও মূল্যায়ন) মু. মোরশেদ হোসেন মোল্লা শনিবার সকালে এক বিজ্ঞপ্তি এই তথ্য জানান।

তিনি বলেন, বন্যায় লক্ষ্মীপুর জেলার সরকারী হিসেবে প্রায় ৫ লক্ষ ৬৯ হাজার ৫ শত লোক পানিবন্দী হয়েছেন। জেলার ৪১৭ টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ৩২হাজার ৫১৯জন মানুষ। ৩০ শতাংশ এলাকা তলিয়ে গেছে পানির নীচে। পানির ধীরগতিতে নামার ফলে ৫ লক্ষ মানুষ পানিবন্দি আছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে বর্তমানে অবস্থান করছেন ২৫ হাজারের ও বেশি মানুষ।

বন্যয় ক্ষতিগ্রস্থ মানুষদের শারীরিক পুষ্টি চাহিদা নিশ্চিত করণের জন্য বিশ্ব খাদ্য সংস্থা (ডাব্লিউ এফ পি) এর সহযোগিতায় এ পর্যন্ত মোট ১৪৫৫৪ টি পরিবারের মাঝে উচ্চ শক্তি সম্পন্ন (হাই এনাজিটিক) বিস্কুট বিতরণ করা হয়। জরুরী মানবিক সহযোগিতার অংশ হিসেবে এ বিস্কুট বিতরণ করা হয়। গত ৩১ আগস্ট, ২০২৪ তারিখ হতে ৫ সেপ্টেবর পর্যন্ত এ কার্যক্রম চালানো হয়।

ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন ইপসা প্রতিনিধি ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্য়ায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার এ কে এম আবেদ উল্লা, ইপসার প্রধান কার্যালয়ের প্রতিনিধি ব্যবস্থাপক (গবেষনা ও মূল্যায়ন) মোরশেদ হোসেন মোল্লা, ফোকাল পার্সন, আজিজ শিকদার প্রমুখ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক এর মাধ্যমে ৫ টি উপজেলায় নির্বার্হী কর্মকর্তাদের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্থ তালিকা তৈরি করা হয়। এর মধ্যে রামগঞ্জ উপজেলার ৪হাজার পরিবার,রায়পুর উপজেলায় ১ হাজার পরিবার,কমলনগর উপজেলার ৪হাজার ৫শত পরিবার, রামগতি উপজেলায় ১০৫৪ পরিবার মোট ১৪৫৫৪ টি পরিবারের মাঝে এই বিস্কুট বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved