ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

কাউন্সিলরবিহীন চসিকের ১৪ ওয়ার্ডের দায়িত্বে ৩ কর্মকর্তা

মোহাম্মদ মাসুদ

কাউন্সিলরবিহীন (চসিক) এর ১৪ ওয়ার্ডে কাউন্সিলরের অনুপস্থিতির সময়ে জন্ম- মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ তদারকির জন্য তিন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জুলাই) রাতে চসিকের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। মূলত কাউন্সিলররা অনুপস্থিত থাকাকালে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধক’ হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্ত তিন কর্মকর্তা। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসগুলোর স্টাফদের হাজিরা, বেতন—বোনাসসহ বিভিন্ন বিষয় তদারকি করবেন।

এর মধ্যে চসিকের ৭, ৯, ১১,১৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব পেয়েছেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। চসিকের ৪,৬,১৮ এবং ১৯ নং ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন চসিকের আঞ্চলিক কর্মকর্তা শাহরীন ফেরদৌসী এবং ১৫,২১,২৩,২৫ ও ৩৮ নং ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন সংস্থাটির আঞ্চলিক কর্মকর্তা রক্তিম চৌধুরী।

এর আগে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী। আর ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের সবাই আওয়ামী লীগ সমর্থক।

গত ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রাম সিটির সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িসহ সিটি কর্পোরেশনের অন্তত ২০টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়। পরে চসিকের অনেক ওয়ার্ড কাউন্সিলর আত্মগোপনে চলে যান। এতে বিঘ্ন ঘটে নাগরিক সেবায়। মূলত নাগরিক সেবা স্বাভাবিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন সূত্র।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved