ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কমিটি বিলুপ্ত করে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন

মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘ (সিবিএ) সাধারণ সদস্যদের পক্ষে আল – আমিন হোসেন গত ২৪ সেপ্টেম্বর একটি নোটিশ এর মাধ্যমে ৩০ শে সেপ্টেম্বর বিকাল পাঁচটায় ইউনিয়ন কার্যালয় চত্বরে সংঘের সদস্যদের নিয়ে এক সাধারণ সভার আয়োজন করে ।

এ সভায় ইউনিয়নের  সদস্য ও সরকারি ট্রাফিক পরিদর্শক মোঃ রফিকুল ইসলামের  সভাপতিত্বে ৫৫২ জন সদস্যের উপস্থিতিতে বক্তব্য রাখেন, মোহাম্মদ ফিরোজ, আল- আমিন হোসেন, মোঃ ইউনুছ আলী, এস এম  আসিফ নাঈম প্রমূখ।

এ সভায় বক্তারা  উল্লেখ্য করেন, বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার  আন্দোলনের প্রেক্ষিতে গণ রোষানলের মধ্যদিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা  পদত্যাগ করায়  উম্ভূত পরিস্থিতির কারণে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘ (রেজিঃ নং- খুলনা -১৯৫৭) এর সকল কর্মকর্তা স্বৈরাচারী আওয়ামী লীগের বিভিন্ন পদ – পদবীতে থাকার  কারণে অফিসে আসেন না। তাদের কোথাও খোঁজ করে পাওয়া যাচ্ছে না। তারা সকলে আত্মগোপনে  রয়েছে ফলে ইউনিয়নের কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে। তাই সাধারণ সদস্যরা তাদের কাঙ্খিত কোনো সুযোগ সুবিধা  পাচ্ছেন না। মোংলা বন্দর দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর, এ বন্দর দিয়ে দৈনিক কোটি – কোটি টাকার পণ্য আমদানি – রপ্তানি করা হয়। এ বন্দরের কার্যক্রম পরিচালনা কাজে মোংলা বন্দর কর্তৃপক্ষের  কর্মচারী সংঘ (রেজিঃ নং- খুলনা -১৯৫৭) এর ভূমিকা অন্তত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বক্তারা আরো বলেন , আওয়ামী লীগের দোশররা ইউনিয়নের নেতৃত্ব থাকায় সাধারণ কর্মচারীরা ন্যায্য দাবির আবেদন করলেও তাদের অপমান অপদস্ত করা হতো । এজন্য ভোট বিহীন নির্বাচিত বর্তমান পরিষদের কর্মকর্তা গন স্বৈরাচার শাসন আমলের পতনের পরপরই পালিয়ে যাওয়ায় সাধারণ কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে , মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের মেয়াদ উত্তীর্ণ কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে সংঘের  গঠনতন্ত্র অনুযায়ী দুই-তৃতীয়াংশ সদস্য একমত হয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেন এবং  দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা ও সংগঠনের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে  সংঘের রেজিস্ট্রিকৃত  গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ কার্যনির্বাহী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় । সংঘের গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মোহাম্মদ ফিরোজকে আহবায়ক, আল আমিন হোসেন, আসিফ নাঈম এবং মোঃ আল মামুন নিপুকে সদস্য করে এডহক কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved