ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুষ্কৃতিকারী আটক-২:সিএমপি

মোহাম্মদ মাসুদ
সিএমপির বন্দর থানা পুলিশের চৌকস অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুইজন দুষ্কৃতিকারী গ্রেফতার।

গত ১৭ অক্টোবর সকাল ৮টায় বন্দর থানাধীন মুনসুর মার্কেটের বিপরীত পাশে হতে ডাকাতি প্রস্তুতিকালে আসামি ১। মোঃ শিপন মিয়া (২৮) ও ২। মোঃ শাকিল (১৯)-কে আটক করে। আটকের সময় কয়েকজন দুষ্কৃতিকারী ডাকাত অস্ত্রশস্ত্র রেখে পালিয়ে যায়।

সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজ এডিসি (পিআর) বলেন, একজন সিকিউরিটি গার্ড বন্দর থানা পুলিশকে খবর দিলে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে কেএসআরএম কোম্পানির আমদানিকৃত স্ক্রাপ (লোহা) বহনকৃত ট্রেইলার গাড়িসমূহের কাছে কতিপয় দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করতে দেখে একজন সিকিউরিটি গার্ড বন্দর থানা পুলিশকে খবর দিলে এসআই (নি.) মোঃ রাজ্জাকুল ইসলাম রুবেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আসামি ১। মোঃ শিপন মিয়া (২৮) ও ২। মোঃ শাকিল (১৯)-কে আটক করলেও কয়েকজন দুষ্কৃতিকারী ডাকাত অস্ত্রশস্ত্র রেখে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, তাৎক্ষণিক গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ০১ নং আসামি মোঃ শিপন মিয়ার দখল থেকে ক) ০১টি টিপছোরা ও খ) ০১টি স্টিলের বড়ো ছুরি ও ০২ নং আসামি মোঃ শাকিলের দখল থেকে গ) ০১টি স্টিলের ছোটো ছুরি ও ঘ) ০১টি কার্টার এবং ঘটনাস্থলে ছড়ানো-ছিটানো অবস্থায় ঙ) ০১টি এসএস পাইপ, চ) একটি হকস্টিক, ছ) তিনটি বড়ো কাঁচি, জ) ০১টি কাটার প্লাইয়ার্স উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সিএমপির বন্দর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved