ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

সাবেক এলজিইডি সচিব হেলালুদ্দীন আটক:সিএমপি কোতোয়ালী

মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন এলাকা থেকে এলাকা থেকে সিএমপির কোতোয়ালি থানার অভিযানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ (৬২)কে
ডিএমপি বিস্ফোরক হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের
মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর সিএমপির কোতোয়ালী থানায় নেওয়া হয়।

২৩,অক্টোবর (বুধবার) সন্ধ্যার দিকে নগরীর বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার করে সিএমপির কোতোয়ালী থানায় নেওয়া হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফজলুল কাদেরের নেতৃত্বে কোতোয়ালী থানার অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির পল্টন থানার মামলা আটক করা হয়।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি-পিআর) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে বিস্তারিত ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) পক্ষ থেকে জানানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন,কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী। তিনি বলেন, সাবেক ইসি সচিব হেলাল উদ্দিনকে ঢাকা মেট্রোপলিটন থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য :
ডিএমপি মামলা নং- ৪৮, তারিখ- ৩০/০৯/২৪ খ্রি. ধারা- ১৪৩/১৪৪/১৪৯/৩৪২/৪২৭/৩৮৪/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১০৯/১১৪ পেনাল কোড ও তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৬ এর এজাহারনামীয় আসামি হেলালুদ্দীন আহমদ। প্রাথমিকভাবে জানা যায় তিনি ১৯৮৮ সালে ৭ম বিসিএস-এ নিয়োগপ্রাপ্ত হন। তিনি ২০১৭-১৯ সাল পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। সর্বশেষ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে ২০২২ সালের মে মাসে অবসরগ্রহণ করেন। পরবর্তীতে ২০২৩ সালে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হন এবং গত ০৮/১০/২৪ খ্রি. পদত্যাগ করেন।

হেলালুদ্দিন অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আরো উল্লেখ্য যে, উপর্যুক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved