ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

কর্ণফুলী বাজার রক্ষা পায় আকস্মিক আগুন থেকে ফায়ার সার্ভিসের সক্রিয়তায়

চট্টগ্রাম ষোলশহর ২নং নাম্বার গেইট কর্ণফুলী মার্কেট বাজারের সাথে আকস্মিক আগুন। স্থানীয় জনতা দোকানদারের ঝুঁকি সত্ত্বেও আগুন নিভানোর প্রচেষ্টা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রক্ষা পাই গুরুত্বপূর্ণ কাঁচা বাজার আশ গুরুত্বপূর্ণ স্থাপনা।

আজ মঙ্গলবার ১২ (নভেম্বর) রাত ১০টা ১০মি. ষোল শহর ২নং নাম্বার গেইট কর্ণফুলী মার্কােট কাঁচাবাজার সাথে ঝুপড়ী বাংগারী এসক্রাপ দোকান ও খাবারের দোকান পুড়ে ছাই।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায় পুড়ে যাওয়া দোকান গুলোর একটি মেরামত সংস্কারের কাজে ইলেকট্রিক ওয়েল্ডিং এর আগুনের ফুলকা কাগজ খালি বস্তায় কার্টুনে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায় প্রাথমিকভাবে।
আর্থিক ক্ষয়ক্ষতির পরিমান অর্ধকোটি টাকার মতো হয়েছে বলে অনুমান করা যায় স্থানীয়রা জানান।

সময় মত বাইজিদ ইউনিট ফায়ার সার্ভিস আসাতে রক্ষা হয় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে। এর আগে আগুন লাগার সাথে সাথে স্থানীয় দোকানদার এবং আশপাশের লোকজন জীবন-ঝুঁকি সত্ত্বেও সর্বোচ্চ আপ্রাণ প্রচেষ্টায় আগুন নিভানোর চেষ্টা করে।

চতুর্পাশের একপাশে রাস্তা মেইন রোড। তিনদিগের একদিকে কর্ণফুলী মার্কেট কাঁচাবাজার ও দুই দিগে বিল্ডিং গুলোতে কোন জানালা আগুন ঢোকার মাধ্যম না থাকায় আগুনটা পাশের স্থাপনায় ছড়াতে পারেনি। প্রায় ২০ মিনিট ধরে আগুন জলে। রক্ষা পায় অপূরুণীয় ক্ষয়ক্ষতি থেকে গুরুত্বপূর্ণ কর্ণফুলী বাজার ও আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা প্রতিষ্ঠান।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক। তিনি বলেন,কর্ণফুলী মার্কেটে আগুনে বেশকিছু দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামিসহ দুটি ইউনিট আগুন নির্বাপণে যোগ দেয়। রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর বলা যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved