ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

পর্যটকের ব্যাগ মালামাল উদ্ধার: ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার

ঢাকার বাড্ডা থেকে আগত এক পর্যটকের হারিয়ে যাওয়া ব্যাগ ও মালামাল উদ্ধার করে ফেরত দিলো ট্যুরিস্ট পুলিশ ইনানী জোন কক্সবাজার।

আজ ২৬ নভেম্বর সকালের দিকে ঢাকা’র বাড্ডা থেকে পরিবারকে নিয়ে কক্সবাজারে সময় কাটাতে আসেন মো: আলিমুল হক। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পরিবার নিয়ে ইজিবাইক ভাড়া করে ছুটে যান ইনানী বিচে। ইজিবাইকের চালকের নিকট নিজেদের ব্যাগ ও অন্যান্য মালামালও রেখে বিচে নামেন। বিচ থেকে ফিরে এসে দেখেন ইজিবাইকও নাই তাদের ব্যাগও নাই। দিশেহারা হয়ে ছুটে যান ইনানী বিচে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশের কাছে। তারা তাদের অভিযোগের বিষয়ে জানান ট্যুরিস্ট পুলিশকে।

ট্যুরিস্ট পুলিশ ইনানী বিচের ডিউটি ইনচার্জ এসআই সামাদ বিস্তারিত বর্ণনা জেনে ও সম্ভাব্য তথ্য সংগ্রহ করে তার টিমকে নিয়ে কাজ শুরু করেন পর্যটক আলিমুল সাহেবের ব্যাগ উদ্ধার কাজে। তিনি বিভিন্ন প্রযুক্তিগত উৎকর্ষতার সহায়তা নিয়ে ও গোপন তথ্যের ভিত্তিতে ইজিবাইক চালকের সাথে যোগাযোগ করে তাকে আটক করতে সমর্থ হন। পরবর্তীতে ব্যাগ ও ব্যাগের ভিতরের সকল মূল্যবান মালামালসহ উক্ত ইজিবাইক চালক ইনানী বিচে হাজির হন। ট্যুরিস্ট পুলিশ ইনানী বিচের ডিউটি ইনচার্জ এসআই সামাদ সকল মালামাল উদ্ধার করে ভুক্তভোগী আলিমুল সাহেবকে জিডিমূলে বুঝিয়ে দেন। সকল মালামাল ফিরে পেয়ে অত্যন্ত উচ্ছাস প্রকাশ করেন মো: আলিমুল হক ও তার পরিবার। তারা সকলে ট্যুরিস্ট পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, ট্যুরিস্ট পুলিশ হিসেবে আমরা আলিমুল সাহেবের মালামাল উদ্ধার করে ফেরত দিতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত। পর্যটকরা ভ্রমণে এসে যাতে আনন্দ উপভোগ করে চলে যেতে পারেন সেলক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রাত-দিন পরিশ্রম করে। প্রত্যেক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved