ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

অপহরণের ১২ ঘন্টায় অপহৃতসহ ৬ অপহরণকারী আটক:সিএমপি

চট্টগ্রাম নগরীর সিএমপি এলাকায় ব্যবসায়ীকে অপহরণের ১২ ঘন্টার মধ্যেই মূল পরিকল্পনাকারীসহ ০৬ অপহরণকারীকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ; অপহৃত ব্যবসায়ী উদ্ধার।

২৭নভেম্বর রাত সাড়ে ৩টায় হাটহাজারী থানাধীন অভিযানে মুক্তিপণের টাকা নিতে আসা ৬ জন আসামিকে আটক করেন। গ্রেফতারকৃত আসামি ১) আল ফয়জুল আলম প্র. রবিউল (৩৫), ২) মোঃ সোহানুর রহমান (২৮), ৩) মোঃ সাদেকুল আলম (২৯), ৪) মোঃ লোকমান শরীফ (৩৫), ৫) মোঃ শফিকুল ইসলাম বাপ্পী (৩০) ও ৬) মোঃ আরমান প্রঃ মানিক (৪৪)।

সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পাবলিক এন্ড মিডুয়া) মো. তারেক আজিজ বলেন,গোপন সূত্রে প্রাপ্ত সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হাটহাজারী মোড় বাস টার্মিনালসংলগ্ন দরবার হোটেলের সামনে রাস্তার উপর হতে আসামিকে বারো ঘন্টার মধ্যেই আটকসহ অপহৃতকেউ
উদ্ধার করেন।

ঘটনাক্রমে,অপহৃত মোঃ হারুন রশিদ (৫৩) ব্যবসায়ী ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দা। নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে অপহরণের পর মূল পরিকল্পনাকারীসহ ৬ জনকে আটকসহ ব্যবহৃত একটি জিপগাড়ি ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

গত ২৬ নভেম্বর রাত ০৮টায় হারুন রশিদ বাইজিদের মাইজপাড়া আনোয়ারুল আজিম পেট্রোল পাম্পের বিপরীতে এএইচবি থাই অ্যালুমিনিয়াম এসএস অ্যান্ড গ্লাস হাউজের আনুমানিক ২৫ গজ দক্ষিণে রাস্তার উপর তার পূর্ব-পরিচিত মতিউর রহমান লিয়াকত ও খুরশিদ আলমের সাথে কথা বলার সময় হাটহাজারী থেকে অক্সিজেনগামী একটি রূপালী রঙের প্রাইভেট কার তাদের পাশে এসে দাঁড়ায়। গাড়ি থেকে ৩ জন এবং আগে থেকে ওঁৎ পেতে থাকা আরো ৮/৯ জন ব্যক্তি হঠাৎ হারুনকে কোনো কিছু বুঝে উঠার আগে উক্ত প্রাইভেট কারে জোরপূর্বক উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণকারীরা হারুন রশীদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার স্ত্রীর মোবাইল ফোনে কল দিয়ে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহরণের সংবাদে থানার এসআই জসিম উদ্দিন এর নেতৃত্বে এসআই সঞ্জয় শর্মা, এসআই মোঃ নাছির উদ্দিন, এএসআই মোঃ মেজবাহ উদ্দিন ও এএসআই সৈয়দ আবুল হাশেমসহ একটি আভিযানিক দল ভিকটিমের স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী এবং রাউজান থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযানের এক পর্যায়ে আসামিদের আটক করে।

আসামিদের হতে একটি Hunk মোটরসাইকেল, একটি জিপগাড়িসহ আটক করলেও অজ্ঞাতনামা আসামিরা ভিকটিমের মোবাইল নিয়ে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় ভিকটিমকে একটি রূপালী রঙের প্রাইভেট কার, আটককৃত জিপ ও মোটরসাইকেল যোগে অপহরণ করে রাউজান থানাধীন সুলতানপুর সিটিয়াপাড়া হারুন চেয়ারম্যানের বাড়ির নাছির উদ্দিনের ঘরে নিয়ে আসামি মঞ্জুর আলমকে বুঝিয়ে দেয়।

আসামিরা আটক হওয়ার পর ভিকটিমকে উক্ত স্থান থেকে অন্যত্র নিয়ে যায়। রাতের বেলায় বিভিন্ন পাহাড়ে জঙ্গলে নিয়ে পলাতকসহ অজ্ঞাতনামা আসামিরা মুক্তিপণের টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে। পুলিশ আটককৃত আসামিদের দেখানোমতে নাসির উদ্দিনের বাড়িসহ রাউজান থানাধীন সম্ভাব্য সকল স্থানে ভিকটিমেকে উদ্ধারের জন্য অভিযানের এক পর্যায়ে হলুদিয়া ইউনিয়নের রহমানিয়া মাদ্রাসার পাশে ভিকটিম মোঃ হারুন রশিদকে উদ্ধার করে। আাসমিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা সহ বাকী পলাতক আসামিদের গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved