ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

ছিনতাই মাদক চাঁদাবাজি ট্রাফিক ব্যবস্থাপনায় সাঁড়াশি অভিযান : সাবেক আইজিপি

দেশের নাগরিক নিরাপত্তায় প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা ফেরাতে যে কোন পরিস্থিতি মোকাবেলা করা হবে। ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাঁড়াশি অভিযানসহ যেকোনো বেআইনি অনিয়ম প্রতিরোরোধে তৎপরতা জোরদারের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

তিনি বলেছিলেন, প্রতিটি ঘটনায়ই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির যারা অপতৎপরতা চালাতে চায় তারা মুষ্টিমেয়। আইজিপি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, কোনো ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না।
রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯, কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রয়েছে। যেকোনো অঘটন নিরাপত্তাহীনতার ঝুঁকি সংক্রান্তে যেকোনো সংবাদ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্তবর্তীকালীন সরকারের নির্দেশ প্রতিফলন বাস্তবায়নে নির্দেশনা দেন। জনবান্ধব আইনি ও সেবায় সক্রিয়তা কার্যক্রম পদক্ষেপে আইনী দায়িত্বশীলদের সবরকমের সহায়তা প্রদান করা নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মাঠ পর্যায়ের প্রশাসনে যারা নিহিত নিয়োজিত আছেন তাদের।

উল্লেখ্য : গত অক্টোবরে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় পূজা উদযাপনের আনুষ্ঠানিক নিরাপত্তায় ও দেশের সার্বিক নাগরিক নিশ্চিত নিরাপত্তা পরিস্থিতিতে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনবান্ধব আইনি সেবায় কি এসব কথা বলেছিলেন।

বর্তমান আইজিপি বাহারুল আলম কর্মজীবনে তিনি পেশাদার ও দূরদৃষ্টিসম্পন্ন পুলিশ কর্মকর্তা হিসেবে সুপরিচিত। তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

২০২০ সালে অবসরপ্রাপ্ত উপ–পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলমকে আইজিপি নিয়োগের প্রজ্ঞাপনে আইন অনুযায়ী শর্ত সাপেক্ষে দুই বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved