ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

এবি পার্টির কাউন্সিল: চেয়ারম্যান পদ থেকে ২ জনের প্রার্থীতা প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৩ জন

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কাউন্সিলের দিন যতই ঘনিয়ে আসছে, দলের আভ্যন্তরীণ নির্বাচন ততই জমে উঠছে। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ছিল চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এদিন চেয়ারম্যান পদের প্রার্থীতা থেকে ২ জন সরে দাড়িয়েছেন। তারা হচ্ছেন দলের বর্তমান আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। আগামী ২৮ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কাউন্সিল এবং সেদিনই দলের নতুন চেয়ারম্যান, সেক্রেটারি ও ২১ জন নির্বাহী কাউন্সিল সদস্য পদে নির্বাচিতদের নাম ঘোষণা করার কথা রয়েছে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশনের প্রধান অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দলের চেয়ারম্যান পদের জন্য যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩ জন প্রার্থী।

তারা হলেন; দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, দলের যুগ্ম আহ্বায়ক লে. কর্ণেল (অব.) দিদারুল আলম ও দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। দলের নির্বাহী পরিষদের ২১ সদস্য পদের জন্য চুড়ান্ত প্রার্থী হলো ৬০ জন।

উল্লেখ্য আজ থেকে শুরু হবে প্রার্থীদের প্রচার প্রচারণা। ইতিমধ্যে প্রার্থী ও দলের নানা স্তরের কাউন্সিলরদের আনা-গোনায় বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় বেশ সরগরম হয়ে উঠেছে। অনলাইনে চলছে পোস্টার দিয়ে প্রচারণা। কেউ কেউ দল পরিচালনায় নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারের কথাও বলছেন। নির্বাচনকে প্রানবন্ত ও গণতান্ত্রিক ধারা শক্তিশালী করার জন্য নির্বাচন কমিশন প্রার্থীদের মধ্যে অনলাইন ডিবেটের আয়োজন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved