ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

পুরুষতন্ত্র- নারী শক্তির প্রভাব খাটানোর দুর্দান্ত মাত্রাকে হিংসা করে

এই পুরুষতান্ত্রিক সমাজে মুক্তবুদ্ধি ও বিজ্ঞানমনস্ক নারীরা মানসিক ভাবে খুব শক্তিশালী না হলে এবং যে কোন কিছুকে গ্রাহ্য না করার দৃষ্টিভঙ্গি না রাখতে পারলে পুরুষতান্ত্রিক সমাজ দ্বারা নিষ্পেষিত হবেই, বাজে ভাবে জাজমেন্টের শিকার হবে। এটা আসলেই কঠিন একজন মুক্তমনা এবং লিবারেল মাইন্ডেড নারীর জন্য নিজেকে প্রকাশ করার, নিজের ভাবনাগুলো এই মহাজাগতিক স্পেস এ ছড়িয়ে দেওয়ার কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি সবার অনুকূল থাকে না। পুরুষতন্ত্র আসলেই নারীকে ভয় পায়, নারী শক্তির প্রভাব খাটানোর দুর্দান্ত মাত্রাকে হিংসা করে এবং তাদের তথাকথিত “মেইল ইগো”কেই উপরে রাখতে নারীর প্রতি অবদমনমূলক আচরণ করে। তাই নারীকে মানসিক ভাবে খুব শক্তিশালী এবং কে কি বললো তা অগ্রাহ্য করেই প্রথা ভাঙ্গতে হবে।

এই মেইল বা পুরুষালী ইগোর সম্ভ্যাব্য বিবর্তনীয় কারণ হিসেবে আমার ধারণা প্রাচীণ যুগে বা শিকারী যুগে নারী গর্ভধারণের পর যখন আর বাহিরে যেতে পারতো না, যখন একটা কমিউনিটি তৈরি হলো, তখন পুরুষ নারীর দায়িত্ব নিতে গিয়ে নিজের মধ্যে একটা সুপেরিয়র কমপ্লেক্সিটি তৈরি করে অবচেতনভাবে, আর সেই সুপেরিয়রনেস থেকেই শুরু হয় নারীকে অধীনস্থ ভাবা। আর এই ভাবনা থেকেই নারীর যৌক্তিকতা, বুদ্ধিদীপ্ততা, স্পর্শকাতরতাকে মানলে, নারীর সিদ্ধান্তকে সাড়া দিলে, বা সেরুপ ইতিবাচক আচরণ করলে একজন পুরুষকে সেই সমাজ বা কমিউনিটি উপহাস করতো। কারণ কাউকে নিজের অধীন জ্ঞান করা মানেই তো নিজেকে উপরে রাখা। সেই অধীনস্থের বুদ্ধিকে, যুক্তিকে, জ্ঞানকে গ্রহণ করলে তো অধীন ভাব থাকে না,সেই কারণ থেকেই হয়ত এই পুরুষালী ইগোর বিবর্তন এবং আজকের এই পুরুষতান্ত্রিক সমাজ। পুরুষতান্ত্রিক আচরণ যে কেবল পুরুষ করে তা নয়, অবদমিত হতে হতে অনেক নারীরাও পুরুষতান্ত্রিক আচরণ করে।

এদের বিরুদ্ধে নিজের বিকাশ ঘটানোর সবচেয়ে শক্তিশালী পথ হলো গ্রাহ্য না করে মৌন থেকে নিজের মুক্তভাবনা উদযাপনের সহিত ছড়িয়ে দেয়া, উন্মুক্ত করে দেওয়া, এতে সমাজ ডিস্টার্বড হবে ঠিকই এবং
এই ডিস্টার্বড না হলে সমাজ দিনে দিনে প্রতিবন্ধী হয়ে যাবে। মুক্তবুদ্ধি এবং বিজ্ঞান মানুষকে স্বান্ত্বনা দিতে আসে নাই, আসছে মানুষকে ডিস্টার্ব করতে অর্থাৎ সংকীর্ণতা ও মিথ্যার খুঁটির গোড়ায় নাড়া দিতে যাতে করে চিরাচরিত ধারণার বাক্স থেকে বের হয়ে মানুষ মুক্তমনে এক অনন্ত আকাশে ডানা মেলে দিতে পারে৷

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved