ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

নওগাঁয় শুরু হলো ‘তারুণ্যের উৎসব ২০২৫

নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নওগাঁয় শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। সোমবার সকালে শহরের সার্কিট হাউজ চত্বরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল। তিনি ফেষ্টুন উড়িয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও বেসরকারি সংগঠন মৌসুমীর উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর পর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, তরুণদের উদ্দীপনা এবং জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় আগামীতে বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে।

‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর আওতায় আগামী ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে আরও অনেক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ব্যক্তিদের সংবর্ধনা, দুর্নীতি বিরোধী সেমিনার এবং পরিবেশ বিষয়ক সেমিনার। এসব কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল তার বক্তব্যে বলেন, দেশের যুব সমাজের মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করার জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এই উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে সমাজ সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা আরও বেশি সামাজিক কাজে অংশগ্রহণ করবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার এহসান, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম রবীন শীষ, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved