ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

সীতাকুণ্ডে পুলিশ পরিচয়ে বিকাশ লেনদেনে প্রতারণা আটক ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভূঁয়া পুলিশ পরিচয়ে ‘বিকাশ’ প্রতারক শামীম নামে এক ব্যক্তিকে মাদামবিবিরহাট এলাকা থেকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এসময় স্থানীয় জনতা তাকে ঘিরে রাখে পরে পুলিশের কাছে হস্তান্তর করে।

আটককৃত ভূঁয়া পুলিশ পরিচয়দানকারীর নাম শামীম ভুঁইয়া। কুমিল্লার দেবিদ্বার থানা এলাকায় তার বাড়ি।

দোকানদার ও পুলিশ সুত্রে জানা গেছে, মাদামবিবির হাট বাজারে বিকাশের দোকানে গিয়ে বিকাশের একটি নাম্বারে ১ লাখ ২৫ হাজার টাকা পাঠায়। পরে সে বলে টাকা তার গাড়িতে আছে বলে পালানোর চেষ্টা করে। এ সময় সন্দেহ হলে ওই বিকাশ প্রতারক শামীম নামে ও ব্যক্তিকে ধরে রাখে দোকানদার ও জনতা। পরে তাকে ধরে সেই টাকা আবার ফেরত আনা হয়েছে। সে কুমিল্লা থেকে একটি প্রাইভেট কারা ভাড়া করে আনে। পরে সেই চালককে ছেড়ে দেওয়া হয়।

সে পুলিশ পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। সে অভিনব কায়দায় বিকাশের টাকা প্রতারণার আশ্রয় নিয়ে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা। এসময় জনতা মাদাম বিবির হাট বাজারে তাকে ঘিরে রাখে। সেখান থেকে ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। জনগণের দাবি পুলিশ যেন তাকে ছেড়ে না দেয়।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপজেলার মাদামবিবির হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় খবর পেয়ে ঘটনাস্থলে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা ও এসআই আমিনুল ইসলাম উপস্থিত হয়ে ওই ভূঁয়া পুলিশ পরিচয়দানকারীকে আটক করে। পরে তাকে সীতাকুণ্ড মডেল থানার এসআই ওমরা খানের কাছে হস্তান্তর করেছেন ফাঁড়ির পুলিশ। তাকে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম।

বিকাশ দোকানদার আবু তালেব জানান, দোকানে এসে পুলিশ পরিচয় দিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা বিকাশ করে একটি নাম্বারে। পরে সেই টাকা তার প্রাইভেট কার থেকে এনর দিবে বলে পালানোর চেষ্টা করলে স্থানীরা মিলে তাকে ধরে পুলিশে দিয়েছি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মাদামবিবির হাট বাজার এলাকায় শামীম ভুঁইয়া নামে এক প্রতারক বিকাশে ১ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করার পর নগদ টাকা তার প্রাইভেট কার থেকে এনে দিবে বলে পালানোর সময় এক বিকাশ প্রতারককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved