ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২, ১৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি সমন্বয়কদের উপর হামলা: একে অপরকে দোষারোপ
তিন ডাকাতের নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরের চুরি-ডাকাতি, আছে শতাধিক মামলা
মানবতাই শ্রেষ্ঠ, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা:(মাতপ,স) সিলেট
মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু
কাঠের ব্রিজ থেকে হালদা নদীতে পড়ে প্রবাসী যুবকের মৃত্যু
নতুন রাজনৈতিক দল’র আত্মপ্রকাশে রফিকুল ও ফাতিমা:মিশ্র প্রতিক্রিয়া জনমনে
চট্টগ্রামে বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত
সীতাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ রাজন আর নেই
উৎসবমুখর পরিবেশে ইপসার বর্ষবরণ উদযাপন

কক্সবাজার টেকনাফে ১৮ বনকর্মীকে ৪৮ ঘন্টার অভিযানে উদ্ধার : র‍্যাব-১৫

ব্যাবের পেশাগত দায়িত্ব পালনে সক্রিয়তায় জীবন ঝুঁকিসত্বেও চাঞ্চল্যকর দুঃসাহসিক চ্যালেঞ্জিং অভিযানে কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার ১৮ (আঠারো) জন বনকর্মীকে ৪৮ ঘন্টার সাঁড়াশি অভিযানে হ্নীলার জাদিমুড়া ও জুম্মাপাড়া পাহাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৫

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে টেকনাফ থানাধীন হ্নীলার জাদিমুড়া ও জুম্মাপাড়া পাহাড়ী এলাকা থেকে অপহৃত ১৮ (আঠারো) জন বনকর্মীকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান,
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলার জাদিমুড়ার পশ্চিম দিকে এই অপহরণের ঘটনা ঘটে। ১৮ জন বনকর্মী অপহরণের তথ্যে পায় র‌্যাব-১৫। বন বিভাগের অধীনে ১৮ জন শ্রমিক টেকনাফের জাদিমুড়া সংলগ্ন পাহাড়ে বন বিভাগের কার্যক্রম করতে গিয়েছিলেন। এ সময় তাদের কিছু অস্ত্রধারী ধরে নিয়ে যায়। পরবর্তীতে ঐদিন বিকালে শ্রমিকের মাঝি জুহুর আলমের নিকট অপহরণকারী চক্রের সদস্যরা ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবী করেছে বলে জানা যায়। বনকর্মী অপহরণের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম’সহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এতে স্থানীয় জনসাধারণের মনে আতঙ্ক বিরাজসহ অপহৃতদের দ্রুত উদ্ধারের প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

অপহরণের তথ্যে পরপরই র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ও সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ভিকটিমদের উদ্ধারে অভিযানে নামে। সোমবার (৩০ ডিসেম্বর) থেকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া, রংগীখালীর জুম্মাপাড়া ও পানখালীস্থ গহীন পাহাড়ি এলাকায় সকল টিলা ও পাহাড়ে সাঁড়াশি অভিযান চালায়। তথ্য অধুনিক প্রযুক্তির সহায়তা দিন-রাত নিরলস সম্মিলিত প্রচেষ্টা , স্থানীয় জনগণ সাংবাদিক ও বন বিভাগের সহায়তার মাধ্যমে বনকর্মীকে উদ্ধার করতে সক্ষম হয়।

অপহরণের সম্পৃক্ততা সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদ ও অপহরণের মূল চক্রের পরিচয় সনাক্তসহ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত বনকর্মীদের বিষয়ে পরবর্তীতে বন বিভাগ বাদী হয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved