ঢাকা, মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২, ২১ জিলকদ, ১৪৪৬
সর্বশেষ
চট্টগ্রামের বাঁশখালীতে দেশের প্রথম আবহাওয়া ক্লাব উদ্বোধন
মানবসেবা সংগঠন উদ্যোগে হালিশহরে শরবত বিতরণ
চট্টগ্রামে পাহাড়ধস এর প্রেক্ষিতে ট্রিগার থেশহোল্ড বিষয়ক বৈধকরণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্ববৃহৎ (৫ম) সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বতন্ত্র কণ্ঠস্বরগুলো এক কন্ঠস্বরে রূপান্তর হলে অপারেজেয় শক্তির অভ্যুদয় ঘটে
চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের আড়ম্বরপূর্ণ শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
৯৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মা দিবস ও অভিভাবক সমাবেশ
নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াইটা কঠিন
সীতাকুণ্ডে প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা 
শ্রীশ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের ২১তম বার্ষিকী

সঙ্কটাপন্ন অবস্থায় চিত্রনায়িকা অঞ্জনা

ঢাকা শহর আইস্যা আমার মাথা ঘুরাইছে, ওরে লাল লাল, নীল নীল বাত্তি দেইখা নয়ন জুরাইছে পরিচিত এই গানের সাথে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শক হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নেয়া বাংলা সিনেমার স্বর্ণালী যুগের নায়িকা অঞ্জনা। তিনি এখন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মনি।তিনি বলেন, আমার আম্মুর অবস্থা ভালো নয়, খুব সংকটাপন্ন। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ১৫ দিন আগে জ্বর শুরু হয় আম্মুর। একপর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করি আমরা।

ছেলে নিশাত মনি আরও বলেন, চিকিৎসকরা আম্মুর পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, তার রক্তে ইনফেকশন ধরা পড়েছে। এ জন্য বর্তমানে হাসপাতালেই রাখতে হবে। আরও কিছু টেস্ট করাতে হবে। তবেই শারীরিক অবস্থা বোঝা যাবে।
এদিকে জানা গেছে, গত ছয়দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে রয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা।

এ নায়িকা একসময় আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে চিত্রনায়িকা হয়ে যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় কাজ করা একমাত্র দেশীয় নায়িকা তিনি।

প্রসঙ্গত, ‘দস্যু বনহুর’ সিনেমার মাধ্যমে শুরু করেন অঞ্জনা। ১৯৭৬ সালে সিনেমাটির পর ধারাবাহিকভাবে কাজ করতে থাকেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’ সিনেমায় অভিনয়ের জন্য দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন কিংবদন্তি এই অভিনেত্রী।সবশেষ ২০০৮ সালে তার অভিনীত ‘ভুল’ সিনেমা মুক্তি পায়। বর্তমানে সিনেমায় নিয়মিত নন তিনি। তবে সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও অনুষ্ঠানে সক্রিয় ও নিয়মিত মুখ তিনি। ইন্ডাস্ট্রির সবার সঙ্গেই সদা হাস্যোজ্জ্বল এ চিত্রনায়িকা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
error: protected !!

Copyright© 2025 All reserved